নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি আমার ছায়া। আকাশ ছোঁয়ার স্বপ্ন নিয়ে বাঁচি, হাতের মধ্যে আকাশ; তবু ছুঁতে পারিনা।

মোহাম্মদ বাসার

আইনজীবী ও মানবাধিকার কর্মী। ফিচার এডিটর- বাংলাপোস্ট, যুক্তরাজ্য।

মোহাম্মদ বাসার › বিস্তারিত পোস্টঃ

বুজুরগী

৩০ শে জুন, ২০১৭ রাত ৯:৪৯

সামু ব্লোগে আমি পরীক্ষা করতে চেয়েছিলাম কিছু অখাদ্য লেখা কিভাবে আলোচিত ব্লোগে আসে। আজ সেই পরীক্ষা করেই আমি সাকসেস। আমার লেখাও আলোচিত ব্লোগে। যারা সারা রাতদিন বসে এই বুজুরগী করেন তাদের শুভ বুদ্ধির উদয় হোক।

সকলকে ধন্যবাদ।

মন্তব্য ৬ টি রেটিং +১/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ৩০ শে জুন, ২০১৭ রাত ১০:০১

চাঁদগাজী বলেছেন:


আপনি দেখলাম নিজেই অনেক কমেন্ট করেছেন।

মানুষের জীবন, অর্থনীতি, পড়ালেখা, বেকার সমস্যা, দারিদ্রতা নিয়ে লিখুন, অনেক পাঠক পাবেন।

২| ৩০ শে জুন, ২০১৭ রাত ১০:১৭

মোহাম্মদ বাসার বলেছেন: হাহাহা! চাঁদ ভ্যাই আপনি অত বোকা নয়া, আমি কিছু বানান ভুল, ছন্দ বিভ্রাটের কবিতায় আপনাকে কমেন্ট করতে দেখেছি। কাজেই আমি জানি আমি যা বোঝাতে চেয়েছি আপনি তা বুঝছেন এবং আমিও যে তা জেনে শুনে করেছি তাও আপনি নয়া বোঝার কথা নয়া।


নাম ধরে উদাহরণ দেয়া সমুচিত নয়া। তাই আপনার কিছু লাভ হলো।

হাহাহা।

৩| ৩০ শে জুন, ২০১৭ রাত ১০:৪৬

আলপনা তালুকদার বলেছেন: সামুর সবচেয়ে বড় সমস্যা হল নিজেই নিজের লেখায় কমেন্ট করা ও পাঠ করা যায় যা মন্তব্য ও পঠিত হিসেবে যোগ হয়।(কিন্তু নিজের লেখায় নিজে লাইক দেয়া যায়না।) ফলে আপনি ইচ্ছামত পঠিত বাড়িয়ে বা কমেন্ট বাড়িয়ে নিজের লেখাকে আলোচিত ব্লগে আনতে পারেন। অনেকে আবার লাইক, কমেন্ট ধার করেন বিনিময় প্রথার মত। কারো একাধিক নামে ব্লগে আইডি আছে। আর লেখার মান বিবেচনা করে আলোচিত ব্লগে আনার বিষয়ে মডুদের কোন ভূমিকা নেই। তাই কিছু লেখা সত্যি সত্যি ভাল হলেও রোজই কিছু অখাদ্য লেখা আলোচিত ব্লগে চলে আসে, সর্বাধিক পঠিত ও সর্বাধিক লাইক প্রাপ্ত হয়, যা খুবই বিরক্তিকর ও সামুর জন্য মানহানিকর। আমি শুরু থেকেই বিষয়টি খেয়াল করেছি। অনেকবার এই সমস্যাটির কারণে ব্লগ ছেড়ে চলে যেতেও চেয়েছি। যাইনি। কারণ আমি খেয়াল করে দেখেছি, পাঠকরা আমার সেই লেখাগুলোই বেশী পড়ে যেগুলোকে আমি নিজেও ভাল মনে করি। আর আলোচিত ব্লগে আসার জন্য আমি লিখিনা। লেখা ভাল হলে লোকে এমনিতেই পড়বে, আলোচিত ব্লগে না এলেও। আমি চাই লোকে পড়ুক।

কারা নিজের লেখার পঠিত নিজে বাড়িয়েছেন, সেটা বের করা কি সম্ভব? প্রতিটা পোস্টের পঠিত যোগ করে ব্লগটি কতবার পড়া হয়েছে তা থেকে বিয়োগ করলে কি সংখ্যাটা বের হবে?

মডুদের উচিত বিষয়টি সিরিয়ািসলি দেখা। অন্তত লেখকের জন্য লাইকের মত পঠিত ও মন্তব্য করার অপশনটি বন্ধ করা গেলে কিছুটা কাজ হবে। সবচেয়ে ভাল হয় মডুরা লেখার মান বিচার করে সেগুলো আলোচিত ব্লগে দেবার ব্যবস্থা করলে।

লেখককে বিষয়টি সবার চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেবার জন্য অশেষ ধন্যবাদ। আশা করছি এরপর মডুদের হুঁস হবে

একইভাবে এই পোস্টটিকেও আলোচিত ব্লগে আনুন।

৪| ৩০ শে জুন, ২০১৭ রাত ১১:২২

চাঁদগাজী বলেছেন:


বাংগালীরা সর্বত্র অসততার পরিচয় দিয়ে এসেছে; এখানে, ব্লগে সেটার সংশোধন সম্ভব।

৫| ০১ লা জুলাই, ২০১৭ দুপুর ১:৫০

আলপনা তালুকদার বলেছেন: সবার শুভবুদ্ধির উদয় হোক। সামুতে থাকতে চাই। তাই সামুর সমস্যাটির দ্রুত সমাধান চাই।

৬| ০১ লা জুলাই, ২০১৭ দুপুর ১:৫৬

আলপনা তালুকদার বলেছেন: সবার শুভবুদ্ধির উদয় হোক। সামুতে থাকতে চাই। তাই সামুর এ সমস্যাটির দ্রুত সমাধান চাই। ব্লগের সকলের দৃষ্টি আকর্ষণ করছি।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.