![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আইনজীবী ও মানবাধিকার কর্মী। ফিচার এডিটর- বাংলাপোস্ট, যুক্তরাজ্য।
এক মহাকাল শূন্যতা
এখন কি সন্ধ্যে ওখানে?
রাতের খাবার শেষে স্কুলের বাকী পড়াটুকুর তালিম দিচ্ছ কন্যাদের?
মাঝে মাঝে ফেসবুক, ব্লোগে এখানে সেখানে দু-একটু চোখ?
কি করছো তুমি?
এই শীতের দেশে এখন এখানে ভর-দূপুর।
গ্রীষ্মের দিন, তবু সূর্যের তেজ নেই একটুও,
অনেকটা আমার ছোটবেলার শীতের সকালে গায়ে মাখা রোদের মত।
একটু আগে এই সোয়ানসিতে আমার সুদানিজ বন্ধু এডাম ফোন করেছিল,
বলল সমুদ্রের পাড়ে নাকি রঙের বন্যা!!
গতকালও গিয়েছিলাম, কি ম্যড়ম্যাড়ে আলোহীন মেঘলা দিন!
জানো মাধবী, উপরের ঐ চারটি লাইন লিখেই চলে গিয়েছিলাম সমুদ্রে;
মানুষের বন্যা, হরেক রকম মানুষ
এত এত মানুষ, এক মানুষ থেকে আরেক মানুষে চোখ দেই,
আমি সাদৃশ্য খুঁজি, প্রত্যেকটি মানুষের সাথে তোমার,
প্রত্যেকটি আছড়ে পড়া ঢেউয়ের সাথে তোমার ছলক ছলক হাসির।
এই শহর ছেড়ে চলে যাব এইত আগামী পরশু
এই সমুদ্র সৈকত, পাহাড়ের গ্রাম, বয়ে যাওয়া ঝর্নার কলতান
সবকিছু ছেড়ে আবার নতুন শহর;
জীবনটা পরিব্রাজকের মতই মেনে নিয়েছি,
নতুন শহরে সাদৃশ্য খুঁজবো অন্য কারো সাথে তোমার,
শুধু আমার সাথেই তোমার সাদৃশ্য
মহাকালের শূন্যতার মতই এক চির অচেনা বিষয়।
১লা জুলাই ২০১৭
সোয়ানসি, ওয়েলস, যুক্তরাজ্য।
০২ রা জুলাই, ২০১৭ সন্ধ্যা ৬:১০
মোহাম্মদ বাসার বলেছেন: হয়ত। আমি অত খেয়েল করে লিখিনি আপা, তাছাড়া ডেলিবারেটলি আমি কোন বানান বিকৃতও করিনা। ধন্যবাদ। ভাল থাকবেন আপা।
©somewhere in net ltd.
১|
০২ রা জুলাই, ২০১৭ বিকাল ৫:০৭
কাজী ফাতেমা ছবি বলেছেন: সুন্দর হয়েছে কিন্তু ব্লগ কে ব্লোগ লেখাটা কেমন যেনো লাগে
েআজকাল দেখছি বলে-বোলে
করে -কোরে
এমন করে অনেকেই লিখছে।