| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
মোহাম্মদ বাসার
	আইনজীবী ও মানবাধিকার কর্মী। ফিচার এডিটর- বাংলাপোস্ট, যুক্তরাজ্য।

১।
থাক দু'জনার চোখে চোখ, 
তুমুল বসন্ত শেষে ফিরে যাওয়া বিষণ্ণ পথিক
না রাখুক মনে ঐ ক্ষণিক প্রাপ্তিটুকু; 
আবার না হয় অপেক্ষায় কাটুক আরেক ফাগুনের,
ততদিন থাক চোখে চোখ;
চোখের ভিতরে খুঁজে ফেরা
সেই কামনার তিথির চেয়েও বেশী কিছু
ছাই চাপা আগুনে পোড়া 
কামাতুর কম্পিত অধর
থাক, ঐটুকু থাক
চোখের ভিতরে থাক, চোখ।
২।
কতদিন বলে কয়ে
তোমার সম্মতি পেয়েছিলাম একটি সন্ধ্যের! 
সন্ধ্যের আগের তপ্ত দুপুর
তুমি বললে থাকতে হবে কোর্টে, 
আর সন্ধ্যের পরে আমার পত্রিকা অফিসে; 
যাপিত জীবন অনাকাঙ্ক্ষিত ঘড়িতে মোড়া, 
যদি দেখা না হয় 
ফিরতি পথে ট্রেনের চাকায় পিষ্ঠ হবে এক জনমের চাঁদ, 
যদি দেখা হয় 
রূপালী সারস হইয়ো যদি মন চায়, 
কিংবা এক আকাশ আলো নিয়ে 
এক স্বপ্নের নক্ষত্র রাত।
১০ই জুলাই ২০১৭
যুক্তরাজ্য।
 
১০ ই জুলাই, ২০১৭  দুপুর ১:৩৩
মোহাম্মদ বাসার বলেছেন: ক্ষণিক বেঁচে থাকাও অনাকাঙ্ক্ষিত নয়, যদি সেই আল্প সময়েও তাঁকে পাওয়া যায়, মনে মনে, শরীরে শরীরে, নিঃশ্বাসে বিশ্বাসে ----
২| 
১০ ই জুলাই, ২০১৭  সকাল ১০:৫২
কানিজ ফাতেমা বলেছেন: //তুমুল বসন্ত শেষে ফিরে যাওয়া বিষণ্ণ পথিক//   
অথবা  
//ফিরতি পথে ট্রেনের চাকায় পিষ্ঠ হবে এক জনমের চাঁদ//
অসাধারন আবিস্কার । 
শুভ কামনা রইল ।
 
১০ ই জুলাই, ২০১৭  দুপুর ১:৩৮
মোহাম্মদ বাসার বলেছেন: ধন্যবাদ আপা। আপনাকে আমার সবসময়ই পছন্দ, বেশী পছন্দ অন্য একটি বিশেষ কারণে। অনেক মানুষের ভীরে অনেক বর্ণচোরার মত আপনি নন। ব্লোগে এক জন আমাকে বলেছিল সে নিরাপত্তার জন্য ছবি দেয় না, নিজেকে লুকিয়ে রাখে। কারণ বহুবিধ, সে ব্যাখ্যায় নাই গেলাম। আপনি সেসবের মধ্যে নেই। মন্তব্যের জন্য ধন্যবাদ। আপনার প্রতিও শুভ কামনা রইল।
৩| 
১০ ই জুলাই, ২০১৭  দুপুর ২:০১
বিএম বরকতউল্লাহ বলেছেন: চোখের ভিতরে থাক, চোখ।
বাহ ভাল লাগল প্রেমের কবিতাটি। ধন্যবাদ।
৪| 
১০ ই জুলাই, ২০১৭  দুপুর ২:০৪
মোহাম্মদ বাসার বলেছেন: মন্তব্যের জন্য ধন্যবাদ। ভাল থাকবেন। অনেক শুভ কামনা।
©somewhere in net ltd.
১|
১০ ই জুলাই, ২০১৭  সকাল ১০:১৭
নাগরিক কবি বলেছেন: হেমলক বিষ পাণ করে ফেলেছেন তাহলে