নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি আমার ছায়া। আকাশ ছোঁয়ার স্বপ্ন নিয়ে বাঁচি, হাতের মধ্যে আকাশ; তবু ছুঁতে পারিনা।

মোহাম্মদ বাসার

আইনজীবী ও মানবাধিকার কর্মী। ফিচার এডিটর- বাংলাপোস্ট, যুক্তরাজ্য।

মোহাম্মদ বাসার › বিস্তারিত পোস্টঃ

কবিতাঃ

১১ ই জুলাই, ২০১৭ ভোর ৫:৩৫

প্রাপ্তি

আজ কথা হতে পারত,
অনেক কথা।
কিন্তু কোন কথা হল না;
এই আঁধারে মুখের মসৃণ ভাঁজ, গলার নেকলেস, হাতঘড়ি, চুড়ি
কোন কিছুই তেমন দৃশ্যমান নয়,
নিওনের আলো জ্বলুক, কিংবা জোস্নার জোয়ার
মুখোমুখি বসা আমাদের আমরা পুরোপুরি দেখি;
শাড়িতে পুঁতির কাজ, অনামিকায় হীরক অঙ্গুরি,
আমাদের জৈবিক মুগ্ধতায় খেলা করুক পার্থিব জীবন
অতঃপর বুঝে নেই কামে-ঘ্রাণে জাগতিক শরীরী ভাষা!
আমরা চাই কিংবা না চাই
আমাদের নিক্তি মাপা চোখ ঠিকই কষে নেবে সুচতুর হিসেব;
এই আলোক দৃশ্যমানতায় আমাদের হৃদয় না মস্তিষ্ক
কাকে কতটুকু বেশি প্রয়োজন।

এ জীবন হায় বড়বেশী নীলের আঁচড়,
প্রাপ্তি-অপ্রাপ্তির অবিন্যস্ত অথচ চুলচেরা হিসেবে
আঁকিবুঁকি, কাটাকাটির সময়ের খাতায় কলরব বাড়ে প্রতিদিন,
অধরাই রয়ে যায় আমাদের চাওয়া,
প্রত্যাশার পিস্টনে চাপা পড়ে থাকে
বোধহীন তুচ্ছ সময়, জীবনের অন্ত্যমিল।
এই আলো দিবালোকের মত স্বচ্ছতায় বোঝা হয়ে যায়
খুববেশী সুনিপূণ হিসেবে
যতটুকু পাই
তারচেয়ে বেশী ছেড়ে যেতে হয়।


২৬শে মার্চ ২০১৬
ইনভারনেস, স্কটল্যান্ড
যুক্তরাজ্য।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.