নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি আমার ছায়া। আকাশ ছোঁয়ার স্বপ্ন নিয়ে বাঁচি, হাতের মধ্যে আকাশ; তবু ছুঁতে পারিনা।

মোহাম্মদ বাসার

আইনজীবী ও মানবাধিকার কর্মী। ফিচার এডিটর- বাংলাপোস্ট, যুক্তরাজ্য।

মোহাম্মদ বাসার › বিস্তারিত পোস্টঃ

কবিতা

১১ ই জুলাই, ২০১৭ সন্ধ্যা ৭:১২



আনিয়ার সাথে মাঘের শেষ বিকেল

তোমার সাথে কি আমার
কোন দিনই দেখা কিংবা কথা হবে না?

'হবে!
কোন একদিন মাঘের শেষে
যখন রোদ হেলে যাবে
ম্লান রোঁদে মৃদু বাতাসে উড়বে আমার চুল
সেইদিন হবে দেখা, তোমার সঙ্গে; একা।'

তখন ফাগুন
ফুলে ফুলে তুমি সুরভিত বাগানে,
অসংখ্য ভ্রমর!
তুমিতো একা নও! কখনো ছিলেনা!

'একা, বড় একা!
চারপাশে মচ্ছ্বব উৎসব
মধু, মালতির পরাগে পোকার মিছিল
যতটুকু রূপ, গুন তারচেয়েও বেশী ক্ষণিক তৃষ্ণা!'

কোন কালে ছিলনা এসব?
সেই পৌরাণিক সময়েও যোদ্ধা কি যায়নি যুদ্ধে?
ফিরে আসার তাড়া কি তারাও ভুলেনি?
অচীন রমণীর শরীরের বাঁকে
হরপ্পার রাত কি মাতে নি ঘুঙুরের শব্দে?

'হয়ত!
শোষক আর শোষিতের মত এখানেও বিভাজন
শারীরিক অক্ষমতা তৈরী করেছে অপরাগতার উপাখ্যান
মেনেই নেয়া হয়েছে ইচ্ছের ক্রীড়ানক নারী!'

আমার আর আনিয়ার সাথে কথোপকথোন আগায় না,
বুঝতে পারি যতটা নিঃশব্দে সে আসে
তারচেয়েও বেশী সন্তর্পনে চলে যায়;
আর আমার দৃষ্টির চৌহদ্দির বাইরে মাঘের শেষ বিকেল,
ম্লান রোদের মৃদু বাতাসে চুল রাঙিয়ে
হেঁটে হেঁটে অদৃশ্য হয়ে যায় আনিয়া।

১১ই জুলাই ২০১৭
নরউইচ, যুক্তরাজ্য।

ছবি কৃতজ্ঞতাঃ আনিয়া ইসলাম

মন্তব্য ১৬ টি রেটিং +৪/-০

মন্তব্য (১৬) মন্তব্য লিখুন

১| ১১ ই জুলাই, ২০১৭ সন্ধ্যা ৭:১৭

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: খুব ভালো লাগলো ভাই কবিতা। ++++++

১১ ই জুলাই, ২০১৭ রাত ৮:২২

মোহাম্মদ বাসার বলেছেন: লেখক বলেছেন: ধন্যবাদ, ভাল লাগায় কৃতজ্ঞতা জানবেন, মন্তব্যের জন্য ধন্যবাদ।

২| ১১ ই জুলাই, ২০১৭ সন্ধ্যা ৭:২১

চাঁদগাজী বলেছেন:


কবিতা সুপাঠ্য হয়েছে।

তবে, আনিয়া মুখের কথা শুনেছে, হৃদয়ের টান অনুভব করেনি; কথার খই উড়ে গেছে বাতাসে

১১ ই জুলাই, ২০১৭ রাত ৮:২৩

মোহাম্মদ বাসার বলেছেন: ধন্যবাদ চাঁদ ভাই। এভাবেই জ্বলে থাকুন। মন্তব্যের জন্য ধন্যবাদ।

৩| ১১ ই জুলাই, ২০১৭ সন্ধ্যা ৭:২২

ত্রি-মাত্রিক চিন্তা বলেছেন: হায় প্রেম!

১১ ই জুলাই, ২০১৭ রাত ৮:২৫

মোহাম্মদ বাসার বলেছেন: হুহুহু! কান্না পাচ্ছে!! বড় প্রেম শুধু কাছেই টানে না দূরেও ঠেলে দেয় কিনা!! মন্তব্যের জন্য ধন্যবাদ। ভাল থাকবেন।

৪| ১১ ই জুলাই, ২০১৭ রাত ৮:১৮

শাহেদ শাহরিয়ার জয় বলেছেন: অানিয়ারা এভাবেই চলে যায়!
ভাল লাগল কবিতা।
শুভ কামনা ভাই//

১১ ই জুলাই, ২০১৭ রাত ৮:২৬

মোহাম্মদ বাসার বলেছেন: ধন্যবাদ জয় ভাই। ভাল লাগার জন্য কৃতজ্ঞতা।

৫| ১১ ই জুলাই, ২০১৭ রাত ৯:২১

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: কবিরা বাস্তবিক।

সবাই বাস্তবতা পছন্দ করে না।

প্রেমের কারণ বীর পর্যন্ত অপারগ হয়।

১১ ই জুলাই, ২০১৭ রাত ৯:৪৬

মোহাম্মদ বাসার বলেছেন: জ্বী! কথা ঠিক। মন্তব্যের জন্য ধন্যবাদ।

৬| ১২ ই জুলাই, ২০১৭ রাত ১২:৫০

সুমন কর বলেছেন: ভালো লাগল।

১২ ই জুলাই, ২০১৭ সকাল ১০:৪৭

মোহাম্মদ বাসার বলেছেন: সরি, প্রতিত্তুরে দেরী হলো, ঘুমোচ্ছিলাম। মন্তব্যের জন্য ধন্যবাদ।

৭| ১২ ই জুলাই, ২০১৭ রাত ১২:৫২

আখেনাটেন বলেছেন: ভালো লেগেছে।

১২ ই জুলাই, ২০১৭ সকাল ১০:৪৯

মোহাম্মদ বাসার বলেছেন: ধন্যবাদ আখেনাটেন, ভাল থাকুন নিরন্তর।

৮| ১৩ ই জুলাই, ২০১৭ রাত ১২:২৬

ভ্রমরের ডানা বলেছেন:



চমৎকার লিখেছেন!

১৩ ই জুলাই, ২০১৭ রাত ৮:২২

মোহাম্মদ বাসার বলেছেন: ধন্যবাদ মন্তব্যের জন্য, ভাল থাকুন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.