নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি আমার ছায়া। আকাশ ছোঁয়ার স্বপ্ন নিয়ে বাঁচি, হাতের মধ্যে আকাশ; তবু ছুঁতে পারিনা।

মোহাম্মদ বাসার

আইনজীবী ও মানবাধিকার কর্মী। ফিচার এডিটর- বাংলাপোস্ট, যুক্তরাজ্য।

মোহাম্মদ বাসার › বিস্তারিত পোস্টঃ

খন্ড কবিতা

১৫ ই জুলাই, ২০১৭ সকাল ৮:১০



১।

ভালবাসা

সুচতুর প্রিয়তমা
এক গালে হাস,
আরেক গালে তাচ্ছিল্য ঝুলিয়ে
খুব বল 'ভালবাস'।


২।

আড়তদার

মেকআপে গালের পরিধি
বাড়াতে বাড়াতে বানিয়েছো বনখেকো ওসমানের পেট;
হাত বাড়িয়ে ত্বকের স্পর্শ পেতে
ভুলে যাই আমিও প্রেমিক
ক্লান্তি আর অবসাদে
মনে হয় বসে আছি কাওরান বাজারে
টাকা কড়ি গুনে গুনে মাথা করে হেট।


৩।

মূল্য

যতই বল ভালবাসি
মস্তিষ্কের অনুভূতিতে হৃদপিণ্ড
হয়না উৎফুল্ল,
বাজারের খরিদ্দার হাকালে দাম
ব্রা্র দু' কাপ নিক্তি বানিয়ে
খুঁজে নাও আরাধ্য মূল্য।


৪।

বিনিময়

কোন কিছু ফেলে রাখতে নেই
ধারালো ছুরি থেকে লেখার কালি,
প্রিয়তমা হলেও বিনিময় অযোগ্য ভালবাসা
শুধুই কেবলি ধুলোবালি।

১৫ই জুলাই ২০১৭
যুক্তরাজ্য।

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ১৬ ই জুলাই, ২০১৭ রাত ৯:২৪

চাঁদগাজী বলেছেন:


আজকাল শুনছি: প্রোপোজ, একসেপ্ট, রিজেক্ট, ব্রেক-আপ, লিভ-টুগেদার; এদের জন্য লিখেছেন, মনে হয়!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.