![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আইনজীবী ও মানবাধিকার কর্মী। ফিচার এডিটর- বাংলাপোস্ট, যুক্তরাজ্য।
অবাঞ্ছিত
তোমার সাথে হয়না দেখা বহুদিন
তোমার কথা ভেবে ভেবে কাটছে দিন।
শেষ বারেতে যখন দেখা মহাখালি,
বিদায় বেলা ভাবিনি মোরা
আবার দেখা এই দেখাতে
তফাৎ মোদের দশ বছরের
স্মৃতির ভারে জমে থাকা ধুলোবালি।
তখন ছিল সকাল ক্ষয়ে
দুপুর বেলার তপ্ত রোঁদ
মাঝ গগনের সূর্য্য হেলার কষ্ট শোক,
ফিরতি পথে স্কুটারে তোমার শাড়ি
তোমার মতই দেখছিল মোর করুণ চোখ।
আবার দেখা মতিহারে তোমার ঘর,
কেমন করে সব গুছালে? দৃষ্টি হানি
উদাস চোখে তোমার দৃষ্টি নিরুত্তর।
দেয়াল জুড়ে কারুর বাহার, চিত্রপট,
সব গোছানো ঘরখানাতে তুমি-আমি
ভুলেই গেছি এটা তোমার নিজের ঘর
ছবির মাঝে ফাঁকা ফাঁকা শূন্যতাতে
আমি এক অবাঞ্ছিত দৃশ্যপট।
১৭ই জুলাই ২০১৭
যুক্তরাজ্য।
১৭ ই জুলাই, ২০১৭ বিকাল ৪:২৮
মোহাম্মদ বাসার বলেছেন: ধন্যবাদ ভৃগু ভাই। মতিহার থেকে মহাখালি তাও শূন্যতা। অনেক শুভকামনা রইলো।
২| ১৭ ই জুলাই, ২০১৭ দুপুর ১:৪১
আরিফ শাহরিয়ার জয় বলেছেন: সুন্দর কবিতা
১৭ ই জুলাই, ২০১৭ রাত ৮:২৩
মোহাম্মদ বাসার বলেছেন: ধন্যবাদ জয় ভাই। ভাল থাকুন।
©somewhere in net ltd.
১|
১৭ ই জুলাই, ২০১৭ সকাল ১১:৩৭
বিদ্রোহী ভৃগু বলেছেন: মহাখালি থেকে মতিহার
এক শূন্যতার হাহাকার
কাব্যে +++