নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি আমার ছায়া। আকাশ ছোঁয়ার স্বপ্ন নিয়ে বাঁচি, হাতের মধ্যে আকাশ; তবু ছুঁতে পারিনা।

মোহাম্মদ বাসার

আইনজীবী ও মানবাধিকার কর্মী। ফিচার এডিটর- বাংলাপোস্ট, যুক্তরাজ্য।

মোহাম্মদ বাসার › বিস্তারিত পোস্টঃ

কবিতা

১৯ শে জুলাই, ২০১৭ সন্ধ্যা ৬:৪৬

বিপ্লব ভালবাসা মানুষের গল্প

তোমরা যারা গাছ কাট,
তোমরা যারা পাহাড় কাট,
তোমরা ওখানেই থাক;
এই আলোর শহরে এসো না।

তোমরা যারা তহবিল তছরুপ কর,
লোকালয় রাস্তা বিনির্মানে
ধ্বসিয়ে দাও পায়ের নীচের অস্তিত্ত্বের ভিটে,
তোমরা ভূমিধ্বসে মৃত্তিকা গহ্বরেই থাক
কিংবা ইটের শহরে ভাঙা পলেস্তারেরার নীচে,
এই মানুষের শহরে এসো না।

তোমরা যারা শিক্ষক
ভুল গণিত শিখিয়েছো অভ্যাগত পাঠোচ্ছুদের,
লোভের খড়গে বিকিয়ে দিয়েছো বিজ্ঞাপনের বিবেক,
তোমরা ভুলে যাও তোমরা কখনো মানুষের কারিগর ছিলে।

এই যে গ্রাম জুড়ে, শহর জুড়ে
লাস্ট বেঞ্চের যত সব অচ্ছুত মানুষরা বেছে নিয়েছে
জনতার নেতার পেশা
তোমাদের কোন অধিকার নেই প্রতারিত মানুষের কাছে
তুমি প্রতারক না প্রতারিত সেই গল্প বলার,
কেননা প্রতারক ও প্রতারিতের গল্প কখনো এক হয় না।

এই মেঠোপথ, শহরের অলিগলি
কতটা বছর অপেক্ষায় থাকবে
অনেক তিমির রাত্রি শেষে আলো রাঙা ভোরের?
কালের সাক্ষী হয়ে বলে যায় ইতিহাস
কখনো কখনো শতাব্দী পেরুতে হয় একজন বিপ্লবীর জন্য!
একজন চে এক মহাকালের উপাখ্যান,
একজন মাও একটি জাতির আমুল বদলের মহাকাব্য,
একজন মুজিব এই মাটিরঙের মানুষের দেশে নিযুত বছরের
পুনর্বার বাঙালী হওয়ার ইতিহাস।

১৯শে জুলাই ২০১৭
যূক্তরাজ্য।

মন্তব্য ৬ টি রেটিং +১/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ১৯ শে জুলাই, ২০১৭ রাত ১০:৪৫

নাবিক সিনবাদ বলেছেন: ভালো লিখেছেন

২০ শে জুলাই, ২০১৭ ভোর ৫:০৭

মোহাম্মদ বাসার বলেছেন: ধন্যবাদ ভাই। ভাল থাকুন।

২| ১৯ শে জুলাই, ২০১৭ রাত ১১:৪৫

ভ্রমরের ডানা বলেছেন:

দুর্নিবার কাব্য!

২০ শে জুলাই, ২০১৭ ভোর ৫:০৯

মোহাম্মদ বাসার বলেছেন: ধন্যবাদ ডানা ভাই। অনেক শুভ কামনা।

৩| ১৯ শে জুলাই, ২০১৭ রাত ১১:৪৭

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: দারুণ বলেছেন কাব্যিক সুরে, চমৎকার কবিতা ++++

২০ শে জুলাই, ২০১৭ ভোর ৫:১০

মোহাম্মদ বাসার বলেছেন: ধন্যবাদ নয়ন ভাই। ভাল থাকুন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.