| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
মোহাম্মদ বাসার
	আইনজীবী ও মানবাধিকার কর্মী। ফিচার এডিটর- বাংলাপোস্ট, যুক্তরাজ্য।
নেকলেস 
এসেছি অনেক পথ
চেনা-অচেনা পথের কতটুকু মনে পড়ে মনে নেই! 
ধূলিমাখা পথে পদভারে রেখে আসা ছাপ, 
ছাপের নিশানা মেপে ফিরে যাব সেটুকুও ইচ্ছে জাগেনা আর; 
যে গিয়েছে সে চলে যাক, 
বাঁকের কিনারে দাঁড়িয়ে ফেলে আসা পথে 
যাকে দেখা যায় সে আমার নয়; 
যাকে দেখি সে তারই শরীরে তারই মত এক অমীমাংসিত অশিরিরি, 
সে আমার কেউ নয়
অথবা আমি তার কেউ। 
যে জীবন চলে যায় তাতে অচীন শূন্যতায় 
পরে থাকে বাহারী প্রাপ্তির হরেক অয়োজন সাজানো সোকেসে; 
নিকট মুগ্ধতায় প্রিয়তমার রঙিন আঁকানো ঠোঁটে নিখুঁত ভাললাগা উপমা, 
স্মৃতির মিনার থেকে খসে পড়ে নোনা খাওয়া ইট; 
আর পৃথিবী ভরে ওঠে অসুখী মানুষের সুখের বিজ্ঞাপনে। 
সম্ভোগ শেষে যে পুরুষ ফিরে আসে ঘরে
হাতে করে সেও নিয়ে আসে ঘরে থাকা বধুর জন্য
প্রেমময় অনবদ্য উপহার 
'সুখের' নেকলেস।
২০শে জুলাই ২০১৬
যুক্তরাজ্য।
উৎসর্গঃ উত্তরের দিগন্ত রেখা ছুঁয়ে থাকা তাকে যার আর কোন দিনই জানা হবে না কবিতায় যতটুকু কষ্ট থাকে কবিকে ছুঁয়ে যায় তার চেয়েও হাজারগুণ বেশী।
©somewhere in net ltd.