![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আইনজীবী ও মানবাধিকার কর্মী। ফিচার এডিটর- বাংলাপোস্ট, যুক্তরাজ্য।
অণুকাব্যঃ
১।
মৃত্যু সুনিশ্চিত জেনেছি
বেঁচে থাকাটাই বিস্ময়-অবাক,
তোমাকে জেনেছি দূর্বোধ্য সরলতায়
নিজেকে জানতে যেয়ে জানিনি কিছুই
বারংবার হয়েছি হতবাক।
২।
যখনি কামনা তখনি তুমি
নিঃসঙ্গ রাত এঁকে যায় আলপনা,
পাশবালিশে স্মৃতিভূক সময়ে
জানালার কার্নিশের ঝুলঝুলির
তুমি এক বিভ্রম কল্পনা।
৩।
বয়সের ফ্যাদোমিটার জেনে গেছে
গভীরতা মেপে মেপে তোমার ভিতর-বাহির,
হাসির সুশোভন সুরভী
কি করে ছড়াও বোঝেনি ঈশ্বর
তবু জেনে গেছে ভোরের শিশির।
২০শে জুলাই ২০১৭
যুক্তরাজ্য।
©somewhere in net ltd.