নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি আমার ছায়া। আকাশ ছোঁয়ার স্বপ্ন নিয়ে বাঁচি, হাতের মধ্যে আকাশ; তবু ছুঁতে পারিনা।

মোহাম্মদ বাসার

আইনজীবী ও মানবাধিকার কর্মী। ফিচার এডিটর- বাংলাপোস্ট, যুক্তরাজ্য।

মোহাম্মদ বাসার › বিস্তারিত পোস্টঃ

দুটি কবিতা

২৪ শে জুলাই, ২০১৭ ভোর ৬:৫০

১।
বৃষ্টি

বৃষ্টি এলেই বৃষ্টি সুখ
পায়না হওয়া আমার,
বৃষ্টিগুলো নিলাম ডেকে
করছো নাকি তোমার!

বৃষ্টি ভেজা এই শহরে
বড্ড খরার দাপট,
বৃষ্টি হলেই ভিজছি জলে
ভান করি রোজ কপট।

২০/০৭/২০১৭


২।
ভাঙন

জলের বুকে নৌকা ভাসে
আমার বুকে তুমি,
আমরা দু'জন ভাঙতে থাকা
নদীর পাড়ের ভূমি।

২৪শে জুলাই ২০১৭
যুক্তরাজ্য।

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ২৪ শে জুলাই, ২০১৭ দুপুর ১:২৯

আখেনাটেন বলেছেন: বৃষ্টি ভেজা এই শহরে
বড্ড খরার দাপট,
বৃষ্টি হলেই ভিজছি জলে
ভান করি রোজ কপট।
- কবিতা তেমন বুঝি না। শেষের লাইনে লেখা, 'ভান করি রোজ কপট'। এখানে ভান ও কপট দুটোই সমার্থক শব্দ। কি হয়েছে এখানে বুঝে উঠলাম না। এই স্তবকটা যদি একটু ব্যাখ্যা করতেন।

২৪ শে জুলাই, ২০১৭ বিকাল ৩:৫৭

মোহাম্মদ বাসার বলেছেন: ভুল করেই ভুল করি।

কিংবা ভুল করেও এখন আর ভুল করিনা।

কিছু বুঝলেন?

মন্তব্যের জন্য ধন্যবাদ।

২| ২৪ শে জুলাই, ২০১৭ বিকাল ৫:১৩

আখেনাটেন বলেছেন: হুম, বুঝেছি। মিল করেই মিলিয়ে দিয়েছেন।

২৫ শে জুলাই, ২০১৭ সকাল ৭:৫৪

মোহাম্মদ বাসার বলেছেন: হেহেহে!!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.