![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আইনজীবী ও মানবাধিকার কর্মী। ফিচার এডিটর- বাংলাপোস্ট, যুক্তরাজ্য।
জল
জলের কিনার কইন্যা বসা
উদাস নয়ন আকাশ,
জলের রঙে আকাশ?
নাকি আকাশ রঙে জল?
এই দ্বিধাতে কন্যা তোমার
চক্ষু ছল ছল;
হাত বাড়িয়ে ছুঁতে তুমি দু'টোই পার জানি
এক জীবনে অনেক কিছুর স্বপ্ন ছিল হওয়ার
আর না পারি ও রূপ দেখে সত্যি বলি তোমায়
হয়ত হব আকাশ কিংবা
নয়তো হব জল।
২৫শে জুলাই ২০১৭
যুক্তরাজ্য।
২| ২৬ শে জুলাই, ২০১৭ সকাল ৭:০৩
মোহাম্মদ বাসার বলেছেন: ধন্যবাদ ভ্রমর ভাই। আমি এখন খুব একটা নিয়মিত নই, তাই প্রতিত্তুরে বিলম্ব। ভাল থাকুন।
©somewhere in net ltd.
১|
২৬ শে জুলাই, ২০১৭ রাত ৩:১১
ভ্রমরের ডানা বলেছেন:
চমৎকার কাব্য! বেশ ভাল লেগেছে!