![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আইনজীবী ও মানবাধিকার কর্মী। ফিচার এডিটর- বাংলাপোস্ট, যুক্তরাজ্য।
দুই+দুই= চার; আমরা নিজের বিপক্ষে গেলে কেন মানি নাঃ
এক লোক চুরি করে। সিঁদেল চোর। অনেকটা প্রফেশনাল চোর। সে বল্ল 'ভাইজান পড়নের লুঙ্গি নাই, কিছু টেহা দেন, লুঙ্গি কিনুম।'
আপনি তাকে ১০০০ টাকা দিলেন। সে ৬০০ টাকা দিয়ে লুঙ্গি কিনলো ও বাকী ৪০০ টাকায় শরীরে মাখার তেল, পিছলা কালি ও সিঁদ কাটার খুন্তি কিনল।
এখন কথা হচ্ছে জেনেশুনে এই যে সিঁদেল চোরকে আপনি ১০০০ টাকা দিলেন তাতে আপনার দায় কতটুকু?
আপনি প্রশ্ন করুন ৮ বছরের বাচ্চা থেকে ৮০ বছরের বৃদ্ধকেও। কেউ আপনার দায় এড়ানোর সূযোগ আছে সে কথা বলবে না।
একইভাবে হজ্জ্বে যাওয়া হাজিদের টাকা সৌদিদের কোষাগার স্ফিত করার এক অন্যতম খাত। আমরা এতদিনে জেনে গেছি সৌদিরা ইয়েমেনিসহ পাশ্ববর্তী অনেক দেশের মানুষকেই অন্যায়ভাবে হত্যা করে। এই হত্যা করার জন্য এরা আমেরিকা ও ইংল্যান্ডসহ বিভিন্ন পশ্চিমা দেশ থেকে অস্র কেনে।
আপনার হজ্জে যাওয়ার কারণে যে টাকা সৌদি কোষগারে জমা হয় তার একটা বিশাল অংশই ব্যয় হয় অস্র কেনার পিছনে ও রাজপরিবারের মাগিবাজি সহ অন্যোন্য কুকর্মে।
তাহলে এবার আপনিই বুঝে নিন সোদি আরব হজ্জ করতে গেলে আপনার পূন্য হবে না পাপ হবে।
২৭শে জুলাই ২০১৭
অণুকবিতাঃ
১।
পথিক
হোক সে সময় হোক
বসন্ত শেষেও দূরন্ত পথিক অপেক্ষায় থাকবে
আরেক ফাগুনের,
এই নিষ্প্রাণ তপ্ত রোদ
তাকে আর কতটুকু পোড়াবে?
সাহারা বুকে ধরা পথিক বুঝে গেছে
জ্বলন্ত ভিসুভিয়াসও অতটা পোড়াতে পারেনা তাকে
যতটা পারে ফলবতী নারী।
২।
ঝর্ণা
অতটা রেগে গেলে কেন?
তুচ্ছ একটা প্রতিকি চিনহ!
তোমার ওষ্ঠের জটিল গাণিতিক সূত্রের খোঁজতো এখনো করেনি!
যদি করে পিছু হটার সময় কই?
বরফের নীচে চাপা পড়ে আছি কালের প্রহড়ী,
তোমার ইশারায় মরা পদ্মা হয়ে উঠবে প্রমত্ত নদী!
ব্যবিলনে কিন্নরী রমণী মুর্ছনা তুলবে নিক্কন ধ্বনির।
হাত বাড়াও অর্বাচীন প্রিয়তমা,
কেইবা জানেনা বল
শোভন কুপের চেয়েও ছোট্ট পাহাড়ি ঝর্ণা
আরও বেশী সুশোভন।
২৭ শে জুলাই ২০১৭
যুক্তরাজ্য।
৩।
অশিরিরি
তুমি মেঘ আকাশেতে ভাস
কখনো কুয়াশা অশিরিরি থাক,
আমরা মুখোমুখি বাকহীন-বধির
চোখের ভিতরে মৌনতা
তুমি কি তোমাকেই আঁক?
২৬শে জুলাই ২০১৪
যুক্তরাজ্য।
২৯ শে জুলাই, ২০১৭ সকাল ৭:৫৬
মোহাম্মদ বাসার বলেছেন: খানে কবিতা না হলেও যদি তাঁকে কবিতা বলা যায় সেক্ষেত্রে বলার ধরণটা গল্পের মত না হলেও তাকে গল্প বলা যায় ভেবেই দিয়ে দিলুম আর কি? হাহাহা!!
২| ২৮ শে জুলাই, ২০১৭ সকাল ৮:৩৬
চাঁদগাজী বলেছেন:
হজ্জের টাকার জন্য বসে নেই, তেলের টাকায় ওরা ভেসে গেছে
২৯ শে জুলাই, ২০১৭ সকাল ৭:৫৩
মোহাম্মদ বাসার বলেছেন: ভেসে গেলেও ওরা এখন আবার চরায় আটকা পড়েছে। বিশ্ব বাজারে তেলের দাম কমে জাওয়ায় ও মজুদ কমে আসায় ওরা এখন হজ্জ্ব থেকে আরও বেশী মুনাফা লাভের ব্যাপারটা নিয়ে ভাবছে।
৩| ২৮ শে জুলাই, ২০১৭ সকাল ১০:০৫
উম্মে সায়মা বলেছেন: চাঁদগাজী ভাইয়ের সাথে সহমত। হজ্জের টাকা সৌদির আয়ের মূল উৎস নয়। তাদের তেল আছে, স্বর্ণ আছে।
আর হজ্জ করায় টাকা খরচ মূখ্য বিষয় নয়। এটা ধর্মীয় ব্যাপার। কাবা শরীফ বাংলাদেশে থাকলে সারা বিশ্বের মানুষ এদেশে আসত টাকা খরচ করে হজ্জ করতে...
২৯ শে জুলাই, ২০১৭ সকাল ৮:০০
মোহাম্মদ বাসার বলেছেন: ওদের তেল ও স্বর্নের ভান্ডার দিন দিন কমে আসছে। এবং তা এক স্অময়ে নিঃশেষিত হবেই এটাই সত্যি। তাই ওরা বিকল্প আয়ের উৎস হিসেবে হজকে ব্যবহারের কথা সিরিয়াসলি ভাবছে। এমনকি ৬০ দশকেও ওরা দ্বীন ভিখেরির মত চলত। তখনও হজের টাকাই ওদের অন্যতম কোষাগার স্ফিত করার সোর্স ছিল।
©somewhere in net ltd.
১|
২৮ শে জুলাই, ২০১৭ সকাল ৮:৩৫
চাঁদগাজী বলেছেন:
আপনি বলছেন, উপরে সৌদীদের নিয়ে লেখাটা একটা অনুগল্প ছিলো?