নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি আমার ছায়া। আকাশ ছোঁয়ার স্বপ্ন নিয়ে বাঁচি, হাতের মধ্যে আকাশ; তবু ছুঁতে পারিনা।

মোহাম্মদ বাসার

আইনজীবী ও মানবাধিকার কর্মী। ফিচার এডিটর- বাংলাপোস্ট, যুক্তরাজ্য।

মোহাম্মদ বাসার › বিস্তারিত পোস্টঃ

প্রেমের কবিতা, ভালবাসার কবিতা।

০৩ রা আগস্ট, ২০১৭ সকাল ৯:৪৬



১।

তোমাকে মুক্তো ভেবে

মন চায় কতকি!
সময়ের কাছে পণ করেছিলাম
এক মহাকাশ বিশুদ্ধতার,
ক্ষয়ে ক্ষয়ে উজালা চাঁদ ডুবে গেছে
প্রমত্ত কীর্তিনাশায়;
আমি ডুবসাঁতার কাটি,
তোমাকে মুক্তো ভেবে
ভেঙ্গে ফেলি শতসহস্র ঝিনুকের বাডি।
তোমার জন্য অতটুকু খুণীতো হতেই পারি!
বল, পারি কীনা?

২।

অনুগত প্রেমিক

সেই কবেই দেখা হতে পারতো!
এখন ললাট গগনে মাঝামাঝি সূর্যের খেলা,
হেলে যায় যায় দ্বিধা সংকোচে তাকাই এবেলা ও বেলা,
বেলা বেলা করে ফিরিয়ে দিওনা সখি।
কালের খড়গে ওষ্ঠাগতপ্রাণ
যদি বাড়াও হাত
এখনও হতে পারি
তোমার অখন্ড অনুগত প্রেমিক।

৩রা আগস্ট ২০১৭
যুক্তরাজ্য।

মন্তব্য ৪ টি রেটিং +২/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ০৩ রা আগস্ট, ২০১৭ সকাল ৯:৫৫

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: সুন্দর কবিতা ।

০৩ রা আগস্ট, ২০১৭ সকাল ১০:০৩

মোহাম্মদ বাসার বলেছেন: ধন্যবাদ হাসু মামা! আমি এখন অনেকটা অনিয়মিত। রেসপন্স করতে মাঝে মাঝে দেরী হলে কিছু মনে করবেন না প্লিজ।
মন্তব্যের জন্য আবারও ধন্যবাদ।

২| ০৩ রা আগস্ট, ২০১৭ সকাল ১১:৪৩

বিজন রয় বলেছেন: ১. যতক্ষণ জীবন আছে ততক্ষণ কেউ মুক্ত নয়।

২. প্রাণ ওষ্ঠাগত হলে প্রেমিক অখন্ড থাকবে কিভাবে?

০৩ রা আগস্ট, ২০১৭ দুপুর ১২:০৬

মোহাম্মদ বাসার বলেছেন: হাহাহা! যদিও রূপকার্থে, তারপরেও ব্যাখ্যা আছে।
১। জীবন্ত ঝিনুকের মধ্যে আমি মুক্তো দেখেছি। আর তাছাড়া মুক্তোর জন্যইতো জ্যান্ত ঝিনুককে হত্যা করে অনেকে।
২। প্রাণ ওষ্ঠাগত থাকলে অখন্ড থাকা যায়না সত্যি। কিন্তু প্রেমিকার বাড়ানো হাতের স্বপ্নে নতুন ভাবে বাঁচতে কিংবা অখন্ড হওয়ার ইচ্ছেতো জাগতেই পারে,

মন্তব্যের জন্য ধন্যবাদ দাদা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.