| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
মোহাম্মদ বাসার
	আইনজীবী ও মানবাধিকার কর্মী। ফিচার এডিটর- বাংলাপোস্ট, যুক্তরাজ্য।
১।
ছায়া
বসে আছি
দিশাহীন, আশাহীন
যে আসেনি সে কিভাবে যাবে?
তবু মনে হয় সে চলে গেল
দৃষ্টির সীমানায় শুন্যতায় শূন্যতায়
রেখে গেল সে তাহারি ছায়া।
২।
চশমা
ঐভাবে কেন তাকাও 
ঐ ছবির ফ্রেমে বসে?
দুই দুই চারে 
চোখের পরিধি বাড়িয়েছ দ্বিগুণ;  
তবু দেয়ালেই জায়গা স্থির, সুনিশ্চিত। 
যদি দেখে দেখে আসনা কাছে
তবে দেয়ালে ঝুলে থেকে 
কিইবা দেখ তুমি?
কেনইবা চোখের সন্মুখে ঝুলিয়েছ
দৃষ্টি সুশোভন কাঁচের দেয়াল?
৪ঠা আগস্ট ২০১৭
যুক্তরাজ্য।
৩।
The suicide 
Perhaps the roses are rosy 
When you see, 
Perhaps the river follows 
When you touch, 
Perhaps I am nobody as you feel;
I see the rose but not the colour 
I touch the rivers but not the tide when it follows 
But only I can tell you
I was your
Until I killed myself off.
Perhaps we have been dead
For so long and so long. 
2nd August 2017
 
০৫ ই আগস্ট, ২০১৭  রাত ৮:৩১
মোহাম্মদ বাসার বলেছেন: ধন্যবাদ আহমেদ ভাই। ভাল থাকুন।
২| 
০৫ ই আগস্ট, ২০১৭  দুপুর ১২:১৬
বিজন রয় বলেছেন: ইংরেজী বুঝি না, বুঝতেও চাই না।
হা হা হা ...........
কবির আর ভাষা কি!!
 
০৫ ই আগস্ট, ২০১৭  রাত ৮:৩৬
মোহাম্মদ বাসার বলেছেন: আর আর কোন ভাষা নেই। আমার এক্স হিন্দি দেখতেন আহলাদের সহিত। আমি আর আমার পুত্র রিমোট নিয়ে টানাটানি করতাম, হিন্দি আজও বোঝা হয়নি; টানেওনা একটুকুও। বুঝতে পেরেছিলাম জীবিকার প্রয়োজনেই ইংরেজী শিখেতে হবে। এখন যতটুকু জানি তা প্রয়োনের কারণেই।
ভাল থাকবেন দাদা।
৩| 
০৫ ই আগস্ট, ২০১৭  দুপুর ১:২৫
বিদ্রোহী ভৃগু বলেছেন: ভাবনায় ভাললাগা ![]()
কাব্যেতো বটেই  
 
++++
 
০৫ ই আগস্ট, ২০১৭  রাত ৮:৩৮
মোহাম্মদ বাসার বলেছেন: ধন্যবাদ ভৃগু ভাই। কবিদের কাছ থেকে মন্তব্য ভাল লাগার সৃষ্টি করে।
অনন্ত শুভেচ্ছা।
ভাল থাকুন।
©somewhere in net ltd.
১|
০৫ ই আগস্ট, ২০১৭  সকাল ১১:০৬
আহমেদ জী এস বলেছেন: মোহাম্মদ বাসার ,
দ্বিতীয়টি ভালো লেগেছে আর এই লাইনটি ----" Perhaps I am nobody as you feel...."