![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আইনজীবী ও মানবাধিকার কর্মী। ফিচার এডিটর- বাংলাপোস্ট, যুক্তরাজ্য।
জনতা
আসুন একটু হেসে নেই
হাসতেতো বাঁধা নেই,
ডিম আলু রুটি ছিল সকালের নাস্তায়,
সে কথা বলে যদি হাসিনা বা খালেদা
সকলেই বলিবে বাহ বাহ
খুশিতে লুটোপুটি ধুলিময় রাস্তায়।
তুমি আমি যদুরাম, জানি কি বালছাল?
'সকালে হেগে এলুম'- বলে যদি জয়ধন,
অমনি গবেষণা 'হাগু খাওয়ার উপকার'
লেগে যাবে উদ্ধারে রাজ্যের গুণীজন।
খাম্বায় বাতি নেই, তবু জ্বলে আলো যে
এ কথা বলেনি কোন কালে ছিল কে?
এমাজুদ বাইংচুদ সকলেই বলে যায়
আমাদের তারেকের ইয়া বড় তরিকা
কালে কালে বিস্ময় নেতা আর ফিতাতে
বেঁচে রহো নেতা বাবা খেয়ে নীল বটিকা।
আমরা বালছাল আম নাকি জনতা?
ডিজিটাল দেশ নাকি ডিজিটাল রাস্তা?
ভুলে যাও পরিচয় সকলের সকালে
বলে যাও সঙ্গীতে প্রাতরাশ টেবিলে
কোরাসে গান গাও জয়গান তাহাদের
জল আর মূত্র তফাতে আসে কি?
বেঁচে থাক বাপধন, খেয়ে নাও নাস্তা।
৫ই আগষ্ট ২০১৭
যুক্তরাজ্য।
©somewhere in net ltd.
১|
০৫ ই আগস্ট, ২০১৭ রাত ৮:৫১
এই মেঘ এই রোদ্দুর বলেছেন: কবিতা ভালা হইছে
আমার ব্লগে আইসেন যে