| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
মোহাম্মদ বাসার
	আইনজীবী ও মানবাধিকার কর্মী। ফিচার এডিটর- বাংলাপোস্ট, যুক্তরাজ্য।
অন্ধকার
মৃত লাশ খুঁজে ফেরে
ধনাঢ্য বণিক,
অলিতে গলিতে ওত পেতে আছে
বেবুশ্যার দালাল।
প্রেমিকের সফেদ পোশাকে
ছোপ ছোপ রক্তের দাগ।
ব্যর্থ প্রেম নিয়ে জেগে থাকে
রানীর প্রসাদ। 
সভ্যতা হেসে ওঠে অট্টহাসি
যেন এটাই নিয়ম
এখানে কোনদিন অন্ধকার আসেনি।
৫ই আগষ্ট ২০১৭
যুক্তরাজ্য।
©somewhere in net ltd.