| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
মোহাম্মদ বাসার
	আইনজীবী ও মানবাধিকার কর্মী। ফিচার এডিটর- বাংলাপোস্ট, যুক্তরাজ্য।

বিকল্প
একদিন সোজাসুজি হেঁটে যাব
ঘোরানো বাঁকা পথে বেঁচে থাকার মানে আর খুঁজিব না।
নকল মোড়কে তোমার খসখসে ত্বক দেখে বলিব না
ওখানে এখনও কত অবাক বিস্ময়,
শিশির স্নাত কোমলতা তোমার। 
কিংবা বলিবনা ঠোঁটের ভেজানো কম্পন 
ঠিক যেন মৃত্যুপুরী উপেক্ষার আহ্ববান।
একদিন খুব কাছে, বুকের গভীরে
কিংবা নাভীর তন্ত্রী ছিঁড়ে 
রক্তের পিপাসায় হয়ে যাব নিপুণ খুনী, 
দন্তের ফাঁকে গেঁথে নেব মালভূমি ফুল; 
পিছনে তাকাবো না ফিরে, হেঁটে যাব সোজাসুজি
সামনে পড়ুক কামনার জল থৈ থৈ প্রবাহমান শীতল ভল্গা, 
ক্ষতি কি?
মুহুর্তেই উষ্ণতা বিলোবে ঊরুসন্ধি থেকে শুরু করে স্তনাগ্রে; 
ঠিক চোখের ভিতরে চোখ রেখে 
ভালবাসার বিপরীত কিছু বলে দেব উদ্বেগহীন। 
তারপর হেঁটে যাব সোজাসুজি, 
জেনে রেখ প্রিয়তমা ভালবেসেও হন্তারক হতে পারি নিমিষেই,  
বুকের কাছে নিঃসঙ্গতা চেপে রাখা পাশবালিশ
জেনে যাবে সহসাই
সে নয় তোমার বিকল্প প্রেমিক;
ছিল না কোন কালে।
৭ই অগাস্ট ২০১৭
যুক্তরাজ্য।
 
০৯ ই আগস্ট, ২০১৭  সকাল ৯:০৪
মোহাম্মদ বাসার বলেছেন: ধন্যবাদ ভাই সাহেব। খুব বেশী অনলাইনে থাকা হচ্ছেনা। তাই যথা সময়ে উত্তর দেয়াও পিছিয়ে যাচ্ছে। মন্তব্যের আবারও অনেক শুভেচ্ছা।
২| 
০৮ ই আগস্ট, ২০১৭  দুপুর ১:২৪
বিজন রয় বলেছেন: মাতাল করা কবিতা।
ছবিটাও লোভনীয়।
 
০৯ ই আগস্ট, ২০১৭  সকাল ৯:০৬
মোহাম্মদ বাসার বলেছেন: নিজেকে মাঝে মাঝে কবি মনে হয় কবিতায় যাদের মুন্সিয়ানা আছে তাদের যখন মন্তব্য পাই। অনেক ধন্যবাদ দাদা।
©somewhere in net ltd.
১|
০৮ ই আগস্ট, ২০১৭  সকাল ৯:০৬
প্রতিভাবান অলস বলেছেন: বাহ্, খুব সুন্দর।