নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি আমার ছায়া। আকাশ ছোঁয়ার স্বপ্ন নিয়ে বাঁচি, হাতের মধ্যে আকাশ; তবু ছুঁতে পারিনা।

মোহাম্মদ বাসার

আইনজীবী ও মানবাধিকার কর্মী। ফিচার এডিটর- বাংলাপোস্ট, যুক্তরাজ্য।

মোহাম্মদ বাসার › বিস্তারিত পোস্টঃ

প্রেমের কবিতা, ভালবাসার কবিতা, নিঃসঙ্গতার কবিতা

০৯ ই আগস্ট, ২০১৭ সকাল ৮:৫৮

একই ছবি কেউ আঁকেনি দু'বার

এইভাবে এইভাবে আর কতকাল?
এইভাবে ঠিক এইভাবে কতকাল মুছে যাব স্মৃতির দেয়াল?
নোনাখোয়া ইট, পোলেস্তারা ক্ষয়ে ক্ষয়ে একাকার!
তবু ঠিক আছ ভেঙ্গে যাওয়া ইটের মাঝে
সেমেন্ট, বালু, সুরকীর এঁটো মাখা গায়ে
কি ভীষণ অক্ষত মোহন মিস্ত্রীর আঙুলের ছাপ।

এত এত স্মৃতি সহসা ভোলেনা মিস্ত্রী!
আঙুলের ক্ষতে কতশত আল্পনা আঁকা!
একদিন ক্ষয়ে যাওয়া হাতে আবার তুলে নেয়
দেয়ালের ক্যানভাস;
আঙুলের তুলিতে সেমেন্ট, সুরকী আর বালুর রঙ!
কত যে আঁকা-আঁকি!
বুঝেনা মিস্ত্রী এক হাতে একই ছবি
কেউ কোনদিন আঁকেনি দু'বার।

৮ই অগাস্ট ২০১৭
যুক্তরাজ্য।

মন্তব্য ১০ টি রেটিং +২/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ০৯ ই আগস্ট, ২০১৭ সকাল ১০:২১

কাজী ফাতেমা ছবি বলেছেন: ভাল লাগল কবিতা

০৯ ই আগস্ট, ২০১৭ দুপুর ২:০৭

মোহাম্মদ বাসার বলেছেন: কবিতা ভাল লাগার জন্য ধন্যবাদ আপা, অনেক শুভ কামনা রইল। ভাল থাকুন নিরন্তর।

২| ০৯ ই আগস্ট, ২০১৭ দুপুর ১২:৩৭

বিজন রয় বলেছেন: আপনার ভাবনার বিশালতা আর আপনার কবিতার অজস্রতা আমাকে সবসময় মুগ্ধ করে।

এই কবিতাটি অনেক পরিপাটী আর বাস্তবতার আঁকর।

শুভকামনা রইল।

০৯ ই আগস্ট, ২০১৭ দুপুর ২:১৬

মোহাম্মদ বাসার বলেছেন: সম্ভবত ব্লোগে লেখালেখি শুরু করার সময় থেকে এখন পর্যন্ত এটাই আমার জন্য সেরা ও উৎসাহব্যঞ্জক মন্তব্য। তাও একজন কবির কাছ থেকে। ফেবুতে একই ধরণের মন্তব্য একদিন আমাকে খুব আলোড়িত করেছিল। ও শুভ্র। তরুণ কবি। পড়ে চাটগা ইউনিভার্সিটিতে।

কিছু কিছু মানুষের প্রতি আমার কৃতজ্ঞতার শেষ নেই। আপনি নিঃসন্দেহে তাদের একজন, যার কাছে পাওয়া যায় লেখালেখির অনুপ্রেরণাও।

দীর্ঘজীবি হোন দাদা। ভাল থাকুন অনেক অনেক ভাল।

৩| ০৯ ই আগস্ট, ২০১৭ দুপুর ১২:৪৯

আহমেদ জী এস বলেছেন: মোহাম্মদ বাসার ,





চমৎকার লিখেছেন ।

স্মৃতির দেয়াল-ছবি একবার মুছে দিলে সেখানে আর একই ছবি কারও কোনদিন আঁকা হয়না দু'বার।

০৯ ই আগস্ট, ২০১৭ দুপুর ২:১৮

মোহাম্মদ বাসার বলেছেন: অনেক ধন্যবাদ ভাই। অনন্ত শুভ কামনা আপনার জন্য। ভাল থাকুন।

৪| ০৯ ই আগস্ট, ২০১৭ দুপুর ২:৪৯

অনন্য দায়িত্বশীল আমি বলেছেন: লেখা চালিয়ে যান। একদিন সাফল্য আসবেই। ধন্যবাদ।

১৬ ই আগস্ট, ২০১৭ সকাল ৮:০৪

মোহাম্মদ বাসার বলেছেন: দোয়া করবেন। ভাল থাকুন।

৫| ১১ ই আগস্ট, ২০১৭ সকাল ৭:২৯

চাঁদগাজী বলেছেন:


মানুষকে বারবার ফিরে আসতে হয়, বাঁধন কাটে না

১৬ ই আগস্ট, ২০১৭ সকাল ৮:০৩

মোহাম্মদ বাসার বলেছেন: তাই? হয়ত।
তবে বাঁধনের রঙ পালটায় গাজী ভাই। মন্তব্যের জন্য ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.