নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি আমার ছায়া। আকাশ ছোঁয়ার স্বপ্ন নিয়ে বাঁচি, হাতের মধ্যে আকাশ; তবু ছুঁতে পারিনা।

মোহাম্মদ বাসার

আইনজীবী ও মানবাধিকার কর্মী। ফিচার এডিটর- বাংলাপোস্ট, যুক্তরাজ্য।

মোহাম্মদ বাসার › বিস্তারিত পোস্টঃ

কবিতা

২০ শে আগস্ট, ২০১৭ বিকাল ৩:৫৮



হেঁটে যাই পাশাপাশি

চুপচাপ হেঁটে যাও
কোন কথা নেই!
পল্লব তরু, বিথীকার বন
মাতাল ফাগুন, ফুল সৌরভ
থাক পড়ে উপেক্ষার মোহন কঙ্কণ!

'যায় দিন ভাল, আসে দিন নয়'
শুনে শুনে এ কথা
কথার কথা নেই শিহরণ;
পুড়ে যাওয়া ঘর, শস্য আবাদ
বিরান প্রান্তর, মরিচিকা রাত
ফেলে হেঁটে যাও চুপচাপ
একেবারে সোজাসুজি
কোন কথা নেই।

প্রান্তর ধুধু, বালুকা রাশি
এখানে বসন্ত নিস্ফলা, বাসি
কোন কিছু নেই, নেই, নেই!
চাঁদ হেলে যায়, মৃগনাভি রাত
তুমি আমি মুখোমুখি;
চুপচাপ খুঁজে নেই শুরুর যৌবন
দু' একটা ঘাসফুল,
শিশিরে মাখামাখি
শুরু হয় আরেক জীবন।
তবু হেঁটে যাই তুমি আমি চুপচাপ;
কত কত কথা ক্যানভাসে আঁকা!
এত এত কথা, কথার ভিড়েও
মৌনতা ছিড়ে খায় আমাদের হৃদয়;
আমরা হেঁটে যাই ঠোঁটে ঠোঁট রেখে, হাতে হাত
অনন্ত রাত
পাশাপাশি, পাশাপাশি।

১৯শে আগস্ট ২০১৭
যুক্তরাজ্য।

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২০ শে আগস্ট, ২০১৭ বিকাল ৪:০৯

এস ওয়াই গ্লোবাল এলটিডি বলেছেন: পোস্টটি পড়ে অনেক ভাল লাগল । শুভ কামনা রইল নতুন কোন বিষয় নিয়ে আলোচনা করার জন্য।

২| ২০ শে আগস্ট, ২০১৭ রাত ৯:৩৮

সুমন কর বলেছেন: মোটামুটি লাগল !

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.