![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আইনজীবী ও মানবাধিকার কর্মী। ফিচার এডিটর- বাংলাপোস্ট, যুক্তরাজ্য।
(এক)
ফাঁদ
এমন করে যেতে নেই,
মুগ্ধ বিকেল রইবেনা রঙিন!
কাছে আসার গল্প বললেই যদি অমন কর
দূরুত্বও সাজবেনা সাধু।
কেইবা না জানে মরুর ক্যাক্টাস!
জল পেলেই সে ভুলে যায় মৃত্যু ফাঁদ।
৩০শে আগষ্ট ২০১৭
যুক্তরাজ্য।
(দুই)
কাছে আসার গল্প
আমি বললাম 'কাছে এস'
তুমি বললে, 'না, বিপদজনক!'
আমি বললাম
'আরও কাছে
নি:শ্বাস থেমে যাক ওষ্ঠের ভারে,
মনে হবে এভাবেই বুঝি হয়
মৃত্যুতেই হয়
শুরু হয় আরেক জীবন।'
৩০শে আগস্ট ২০১৭
যুক্তরাজ্য।
(তিন)
মুকুট
রাতের সাথে বাড়ে তোমার অশ্রুত গোঙানি
চোখের নোনাজলে এখনও ভেজে বালিশ,
অথচ তুমি ভাঙ্গনা এক সিকিও।
এখন আর প্রতিদিনের মত রুটিন মাফিক
স্বামী-সোহাগ ভাল্লাগেনা তোমার,
একা একা অন্য ঘরে স্বামীর নাসিকা গর্জন,
তোমার নৈ:শব্দের ব্যবচ্ছেদে ক্ষুণ্ণ হওকি তুমি?
অথচ সংসার নামক মুকুটখানি তুমি নিজেই পরেছো;
কন্টক থাক তাতে কি?
তবুতো রাজার মুকুট।
২৯শে আগস্ট ২০১৭
যুক্তরাজ্য।
০৩ রা সেপ্টেম্বর, ২০১৭ রাত ৮:২০
মোহাম্মদ বাসার বলেছেন: হুম। কারণে বা অকারনে তাতো হয়েই যায়।
২| ৩১ শে আগস্ট, ২০১৭ সকাল ১০:০২
হুদাই পাগলামি বলেছেন: খুব ভালো লিখেছেন ভাই
০৩ রা সেপ্টেম্বর, ২০১৭ রাত ৮:২০
মোহাম্মদ বাসার বলেছেন: ধন্যবাদ পাগলামি ভাই।
৩| ৩১ শে আগস্ট, ২০১৭ রাত ৯:১২
ভ্রমরের ডানা বলেছেন:
সুগভীর কাব্য!
৪| ০৩ রা সেপ্টেম্বর, ২০১৭ রাত ৮:২১
মোহাম্মদ বাসার বলেছেন: ধন্যবাদ ডানা ভাই। অনলাইনে আসা হয় কম। তাই প্রতিত্তুরে দেরী। ভাল থাকুন।
©somewhere in net ltd.
১|
৩১ শে আগস্ট, ২০১৭ সকাল ৮:২১
অদৃশ্য প্রতিভা বলেছেন: ভাই, লিখেছেন দারুণ কিন্তু কাউকে উৎসর্গ করে মনে হচ্ছে!