![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আইনজীবী ও মানবাধিকার কর্মী। ফিচার এডিটর- বাংলাপোস্ট, যুক্তরাজ্য।
অনুগত চাষী
শুরুতেই করিনা হিসেব বিদায়ের প্রহর
লগন ফুরিয়ে গেলে যেই বল 'যাই'
অমনি পদতল মৃত্তিকা ছোঁয়
বুকের পাজঁর ভাঙ্গা মেঘলা আকাশ;
চাইনা চোখে রেখে চোখ
বুকের যেখানে হৃদয়
সেখানেই চোখ যায়,
পোড়া চোখ ভোলেনা কভু আমিও মানুষ
মুহুর্তেই সরিসৃপ জিহ্বা চষে যায়
বুকের নিটোল ভাজে মালভূমি মাটি।
শুরুতেই ভাবিনা আমি
যাওয়ার জন্যই তুমিও এসেছিলে কাছে,
যেইনা অচীন আগন্তুকের হাত ধরে বললে
'যেতে হবে, তাড়া বেশ!'
আমারও অনুভূতির রেশে বাদলের মাদল সুর
বাজায়না নিক্কন ধ্বনি:
বুঝে ফেলি বুকের গভীর ভেদে নাভীমূল কাছাকাছি
গভীর অরণ্য চষে যাওয়া স্মৃতি খুঁজে
আমি যতটুকু প্রেমিক
তারচেয়েও বেশী অনুগত চাষী।
১লা সেপ্টেম্বর ২০১৭
যুক্তরাজ্য।
০৩ রা সেপ্টেম্বর, ২০১৭ রাত ৮:১৩
মোহাম্মদ বাসার বলেছেন: ভাল নেই। জীবনটা ভাল না থাকার একটা ভাল বিজ্ঞাপন।
২| ০৩ রা সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৫:১৬
বিদ্রোহী ভৃগু বলেছেন: আমি যতটুকু প্রেমিক
তারচেয়েও বেশী অনুগত চাষী।
++++++++
০৩ রা সেপ্টেম্বর, ২০১৭ রাত ৮:১৪
মোহাম্মদ বাসার বলেছেন: ধন্যবাদ ভৃগু ভাই।
©somewhere in net ltd.
১|
০৩ রা সেপ্টেম্বর, ২০১৭ দুপুর ১২:০৬
বিজন রয় বলেছেন: কেমন আছেন?
ঈদ মোরারক।