নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি আমার ছায়া। আকাশ ছোঁয়ার স্বপ্ন নিয়ে বাঁচি, হাতের মধ্যে আকাশ; তবু ছুঁতে পারিনা।

মোহাম্মদ বাসার

আইনজীবী ও মানবাধিকার কর্মী। ফিচার এডিটর- বাংলাপোস্ট, যুক্তরাজ্য।

মোহাম্মদ বাসার › বিস্তারিত পোস্টঃ

কবিতা

০৬ ই সেপ্টেম্বর, ২০১৭ দুপুর ২:৩৬

জীবনের আরেক গল্প

চেয়ে আছি,
প্রান্তরের ঘাস বিছিয়েছে সবুজ গালিচা
হেঁটে গেলেই কি ছোঁয়া যায় তোমাকে?
দূর্বার কষ্টে শিশিরের ফোঁটাও দ্যাখেনা সকালের রোদ,
তবু আমি দূরুত্বে দাঁড়িয়েই আঁখিপাত করি
জীবনের ঘোর, প্রাপ্তি কিংবা অপ্রাপ্তির শোভন গোপন ঘরে
আঁকা আছে সুনিপুণ নিপুণ হাতে
সরিসৃপ আঁকাবাঁকা পথের বাঁক,
তোমার প্রাপ্তির সাধ
আমাকে বানাবে পথিক।

হোক বেলা, সাহানহে পটে যাক রোদেলা দিন,
ঋষির ধ্যানে না ভাঙুক মৌনতা বিকেলের;
অতটুকু থাক, যতটুকু আমাদের প্রয়োজন,
বাকীটুকু তুমি আমি
দেখ নেব রূপালী চাঁদ তার নিতে পারে কতটুকু!

তারপর আরেকদিন জীবনের গল্প শেষে
পরিযায়ী মেঘ হয়ে উড়ে যাব আকাশের দেশে,
তুমি আমি শূন্যতায় লিখে যাব এই ভোগে ভর মৃত্তিকার গায়ে
অবিনাশী প্রেমের গল্প,
আমাদের ফিরে আসার, কখনো মেঘ, কখনোবা শিশিরে
হেমলক বিষেও, অম্লান-অক্ষয়
জন্ম থেকে জন্মান্তরে জীবনের আরেক গল্প।

৬ই সেপ্টেম্বর ২০১৭
যুক্তরাজ্য।

মন্তব্য ১ টি রেটিং +১/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ০৬ ই সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৩:৩৮

হুদাই পাগলামি বলেছেন: খুব লিখেছেন+++++++

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.