![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আইনজীবী ও মানবাধিকার কর্মী। ফিচার এডিটর- বাংলাপোস্ট, যুক্তরাজ্য।
অস্তিত্বে অস্তিত্বহীন
ঠিকানাবিহীন এই এই পথ
অবলিলায় মাড়াতেই থাকি,
যারা পথকে চিনে হয়েছে পথিক
তারা সেই চেনা পথেই ফিরে গেছে ঘরে;
আমিই শুধু চিনিনি পথ,
না চিনেছি পথে দেখা পথিক।
যারা হাঁটার ভয়ে মাড়ায়নি পথ
দিন শেষে তারাও পেয়েছে ঠাই দেয়ালের ঘরে
আমার না হয়েছে বসন, শোভন ঘর,
না পেয়েছি প্রিয়তমা চুম্বন অধর।
এই পথে পথে তবু হেঁটে যাই
অচেনা পথ, অচেনা মানুষ; সাদৃশ্য বিহীন প্রতিটি মুখ,
কাউকেই চিনে নেয়ার নেই কোন তাড়া;
যারা নিজেদের চিনে নেয় চোখে চোখ রেখে
জীবনের গল্প সাজিয়ে মুগ্ধ সোকেসে রেখে ঘুমায় বেঘোরে
জীবনের কাছে তাদের বেড়ে যায় ঋণ;
আমার কোন ঋণ নেই,
আমি না চিনেছি পথ
না রেখেছি মনে কোন প্রিয়তম মুখ।
১০ই সেপ্টেম্বর ২০১৭
যুক্তরাজ্য।
©somewhere in net ltd.
১|
১০ ই সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৪:১৫
আসাদুজ্জামান জুয়েল বলেছেন: দারুন লিখেছেন কবি। ধন্যবাদ সুন্দর কবিতা উপস্থাপনের জন্য।