নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি আমার ছায়া। আকাশ ছোঁয়ার স্বপ্ন নিয়ে বাঁচি, হাতের মধ্যে আকাশ; তবু ছুঁতে পারিনা।

মোহাম্মদ বাসার

আইনজীবী ও মানবাধিকার কর্মী। ফিচার এডিটর- বাংলাপোস্ট, যুক্তরাজ্য।

মোহাম্মদ বাসার › বিস্তারিত পোস্টঃ

প্রেমের কবিতা, ভালবাসার কবিতা।

১৭ ই সেপ্টেম্বর, ২০১৭ সকাল ১১:২১

এখনো সন্ধ্যে নামেনি

বুকের গভীর হয়ে আছে অফসলী কর্কশ জমিন,
অনেকদিন ওখানে আবাদ হয়নি শস্যের;
তুমি জান তুমি যদি বল 'ভালবাসি'
তবেই বৃষ্টি হবে,
মাটির দেয়াল ফুঁড়ে জেগে উঠবে সবুজ বৃক্ষের চারা।

অনেক দিন কেউ বলেনি 'ভালবাসি',
অনেক দিন অজস্র চুম্বনে অতিষ্ঠ হয়ে কেউ বলেনি 'আর না, এবার থামো'!
রাত্রির দ্বিপ্রহরের অর্গল ভেঙে কৃত্তিম অভিনয়েও বলিনি কেউ
'প্লিজ এবার একটু ক্ষান্তি দাও,
আমাকে নিশ্বাস নিতে দাও!'
অনেকদিন বুকের জমিন ঘেটে কেউ সুধায়নি
'এতটা আঁধারেও কি করে বুকের উষ্ণতা জাগিয়ে
এত এত আলো জ্বালো তুমি'!

আজ যখনি অসংখ্য পল্লবিত তরু পূবের অরুণে বাড়ালো বিহঙ্গের ডানা
আমি বুঝে গেলুম, জীবনের প্রতিটা ফাগুন অন্যরকম,
কালের সাক্ষী হওয়া ন্যূজ্জ শরীরে উঠে আসে কিশোর প্রেমিক,
ওষ্টে ওষ্ঠ রেখে গান গায় বহতা জীবন
'এখনো সন্ধ্যে নামেনি'।

১৬ই সেপ্টেম্বর ২০১৭
যুক্তরাজ্য।

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ১৭ ই সেপ্টেম্বর, ২০১৭ সকাল ১১:২৭

ব্লগ সার্চম্যান বলেছেন: ভালো হয়েছে কাব্য।

১৭ ই সেপ্টেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:৪৪

মোহাম্মদ বাসার বলেছেন: ধন্যবাদ ভাই। ভাল থাকুন।

২| ১৭ ই সেপ্টেম্বর, ২০১৭ সকাল ১১:৪৫

সাইফুর রহমান খান বলেছেন: ভালো ছি

১৭ ই সেপ্টেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:৪৪

মোহাম্মদ বাসার বলেছেন: উলে বাব্বা ! এতো দেখছি মন্তব্যবাজ মফিজ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.