নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি আমার ছায়া। আকাশ ছোঁয়ার স্বপ্ন নিয়ে বাঁচি, হাতের মধ্যে আকাশ; তবু ছুঁতে পারিনা।

মোহাম্মদ বাসার

আইনজীবী ও মানবাধিকার কর্মী। ফিচার এডিটর- বাংলাপোস্ট, যুক্তরাজ্য।

মোহাম্মদ বাসার › বিস্তারিত পোস্টঃ

সময়ের কাব্যঃ ব্লোগ ছাড়া না ছাড়া

১৭ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ৮:০৩

একজন সহ ব্লোগার আজ দেখলাম ২১তম বারের মত ব্লোগ ছাড়ার হুমকি দিয়েছেন।

ব্লোগ ছাড়বেন ছাড়ুন
পান সুপারী আলতা স্নো
দোকান থেকে আনুন।
মনের সুখে মাখুন গায়ে
কিংবা চোখে মুখে,
লাইক কিংবা কমেন্ট ছাড়া
কিছুটা দিন না হয় কাটুক দুঃখে।

এত বলার কি আছে ভাই
কে করেছে মানা,
'প্লিজ একটু থাকুনরে ভাই'
এমন করে বিনয় বাক্য শুনতে চাহেন
তাই যে আছে জানা।

আজ না পারলে কালকে আসি
ব্লোগ আমার বাপ না,
আসতেই হবে এখানেতে
ভাবছে যারা এমন করে
তাহার সাথে আপনারাও
চলুন না হয় পাবনা।

১৭/০৯/২০১৭

মন্তব্য ৯ টি রেটিং +২/-০

মন্তব্য (৯) মন্তব্য লিখুন

১| ১৭ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ৮:৪২

অর্ক বলেছেন: ওনাকে শ্রেষ্ঠ ব্লগারের গোল্ড মেডেল দিয়ে হলেও ব্লগে রাখা হোক! চমৎকার সময়োপযোগী কবিতায় ভাললাগা একরাশ বাশার ভাই। লাইক লাইক লাইক!

১৭ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ৯:২৮

মোহাম্মদ বাসার বলেছেন: হেহেহে! এ এক ভয়াবহ যন্ত্রণারে ভাই।

সময় থাকলে আসুন, সময় না থাকলে নাই। এত কাই কুইর কি দরকার। আমি ইদানিং সময়ের অভাবে কম আসি। এ নিয়ে আমার কোন উদ্বেগ বা উৎকণ্ঠা নেই।

সকলেই ভাল থাকুক।
অনেক শুভকামনা।

২| ১৭ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ৮:৫২

এম আর তালুকদার বলেছেন: বাহবা বাহবা বাহবা, চমৎকার …

৩| ১৭ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ৯:২৯

মোহাম্মদ বাসার বলেছেন: হুম্মম্মম্মম! কমেন্টের জন্য একরাশ শুভেচ্ছে।

৪| ১৭ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ৯:৪৪

প্রতিভাবান অলস বলেছেন: সময় এবং ব্লগ কারো জন্যে থেমে থাকে না। :-P
কেউ যাবে কেউ আসবে

১৮ ই সেপ্টেম্বর, ২০১৭ ভোর ৪:২০

মোহাম্মদ বাসার বলেছেন: ঠিক।
তবে অনেকের আদিখ্যেতা ভাববার বিষয়।

৫| ১৭ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ৯:৪৮

সুমন কর বলেছেন: লেখা মজার হয়েছে।

তা কে সে !!! ২১ বার !!

১৮ ই সেপ্টেম্বর, ২০১৭ ভোর ৪:২১

মোহাম্মদ বাসার বলেছেন: আছে দাদা, এতদিনে বুঝে ফেলার কথা।

৬| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৭ ভোর ৫:০৪

সোহাগ সালেহ বলেছেন: রসাত্মক লেখা। পড়ে অনেক মজা পেলাম

যাইহোক, সেই ব্লগারের উচিৎ এই তথ্যটি জানা যে শুন্যস্থান খুব বেশিদিন শুন্য থাকে না! কেউ না কেউ এসে শুন্যস্থান দখল করবেই! তাই সেই ব্লগারকে আমার পরামর্শ, দয়া নিজের জায়গাটি হারাবেন না! অনেক পেছনে পড়ে যাবেন যে!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.