নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি আমার ছায়া। আকাশ ছোঁয়ার স্বপ্ন নিয়ে বাঁচি, হাতের মধ্যে আকাশ; তবু ছুঁতে পারিনা।

মোহাম্মদ বাসার

আইনজীবী ও মানবাধিকার কর্মী। ফিচার এডিটর- বাংলাপোস্ট, যুক্তরাজ্য।

মোহাম্মদ বাসার › বিস্তারিত পোস্টঃ

কবিতা

২৭ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ১১:৪৫

আমরা কেউ কাউকে চিনিনা

মনেতে আছ গেড়ে চিরস্থায়ী বসত;
এ কেমন মনের মানুষ তুমি?
খবরই রাখনা!

খাল বিল শুঁকায়,
প্রমত্ত পদ্মারও ত্রাহিত্রাহি ভাব।
শুনেছি প্রেম অবিনশ্বর;
জলেতে ডোবেনা, আগুনেও পোড়েনা।
তুমি এ ক্যামন ভালবাস?
দৃষ্টির বাহিরে বলে মনেই পরে না।

একদিন আমাবস্যায় শেষে জেগে উঠুক সুখেন চাঁদ;
তোমার বয়ঃসন্ধির স্মৃতি খুঁজে নিও তুমি,
আমি বালকের যুবক হওয়ার ক্ষণ;
তার পর তামাবিল নিচিহ্ন হোক হরপ্পার ইতিহাসে,
কে রাখে সে খবর?
তুমি-আমি এক আকাশ নক্ষত্র গুনে গুনে করে দেব
তামাম রাত্রি পার,
তারপর হেঁটে যাব স্মৃতিহীন দু'জনে দু'দিক
যেন আমরা কেউ কাউকে কখনোই চিনিনি।

২৭শে সেপ্টেম্বর ২০১৭
যুক্তরাজ্য।
বিকেলঃ ৫টা ৫৫মিনিট।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.