![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আইনজীবী ও মানবাধিকার কর্মী। ফিচার এডিটর- বাংলাপোস্ট, যুক্তরাজ্য।
আমরা কেউ কাউকে চিনিনা
মনেতে আছ গেড়ে চিরস্থায়ী বসত;
এ কেমন মনের মানুষ তুমি?
খবরই রাখনা!
খাল বিল শুঁকায়,
প্রমত্ত পদ্মারও ত্রাহিত্রাহি ভাব।
শুনেছি প্রেম অবিনশ্বর;
জলেতে ডোবেনা, আগুনেও পোড়েনা।
তুমি এ ক্যামন ভালবাস?
দৃষ্টির বাহিরে বলে মনেই পরে না।
একদিন আমাবস্যায় শেষে জেগে উঠুক সুখেন চাঁদ;
তোমার বয়ঃসন্ধির স্মৃতি খুঁজে নিও তুমি,
আমি বালকের যুবক হওয়ার ক্ষণ;
তার পর তামাবিল নিচিহ্ন হোক হরপ্পার ইতিহাসে,
কে রাখে সে খবর?
তুমি-আমি এক আকাশ নক্ষত্র গুনে গুনে করে দেব
তামাম রাত্রি পার,
তারপর হেঁটে যাব স্মৃতিহীন দু'জনে দু'দিক
যেন আমরা কেউ কাউকে কখনোই চিনিনি।
২৭শে সেপ্টেম্বর ২০১৭
যুক্তরাজ্য।
বিকেলঃ ৫টা ৫৫মিনিট।
©somewhere in net ltd.