![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আইনজীবী ও মানবাধিকার কর্মী। ফিচার এডিটর- বাংলাপোস্ট, যুক্তরাজ্য।
এক ঝাঁক পায়রা উড়ে যায়
সুখেন বৈরাগী,
তোমার পূজোর ধুপগুলো এখনও আগের মতই জ্বলে;
কখনো কখনো হয়তবা একটু বেশীই!
সেইযে সাতচল্লিশে প্রথম যখন দেশ ভাগ হলো,
কিতকি কারসাজি!
বাংলা হয়ে গেল 'এপার বাংলা' আর 'ওপার বাংলা',
তোমরা ছোট হতে হতে দু' চারটি ঘর সারা তল্লাটে;
এইযে তোমাদের পুজো কত কত নামী দামী মানুষ,
কেউ আসে সফেন পাঞ্জাবী পরে পায়ে হেঁটে
কেউ আসে শুভ্র বলাকার পাজেরোতে;
মন্ত্রী মিনিষ্টার কত হরেক রকম মানুষ।
পুজোর প্যান্ডেলের পাশে ডায়াসে দাঁড়িয়ে কতশত সুবচন
ধর্মীয় সহিষ্ণুতার কথা, পারস্পারিক সহাবস্থান আরও কতকি!
সুখেন তোমার কোন লোকবল নেই,
তারপরেও তুমি দলের সন্মানিত নেতা।
সংখ্যানুপাতে রাষ্ট্রীয় পদে তোমাদের একটু বেশীই প্রতাপাদিত্য ভাব।
ওপার বাংলায়ও শুনেছি একই কথা
দেয়ালে ঝুলানো দূর্লভ বাঘের চামড়ার মত ওখানেও নাকি
কিছু মৌলভী মুক্তাদির, কিংবা সরদার জামশেদ আছেন গৃহপালিত।
অথচ দেখ সুখেন, কুমার বাড়ির মালতি যেদিন ধর্ষিতা হলো
কি চকচকে শার্ট প্যান্টের মধ্যে গুজে পালিশ করা কালো জুতোয়
সরেজমিনে পর্যবেক্ষণের জন্য মন্ত্রীমহোয়ের গাড়িবহরে তুমিও ছিলে।
সিদ্দিক সরদার, মান্নান ব্যাপারী মতো অনেকেই
যারা তোমাকে রাতের জলসায় 'ছয়পাহাড়ের' চূড়া দেখায়
জনসন্মূখে তুমি বলেছিলে মালতী ধর্ষণে কেউই ছাড় পাবেনা;
তুমি কিন্তু ঠিকই জান আজ রাতের পানশালায় যে নার্গিস ঘুঙুরের সুর তুলবে
তাকে তোমার শয্যাসঙ্গিনী করতে দালাল সিদ্দিক কিংবা মান্নানই ভরসা।
সুখেন, তোমার পায়ের চকচকে জুতোর প্রশংসা করে অনেকেই,
শুনেছি পাহাড়ি নীলগরুর মিহি চামড়া দিয়ে তৈরী ওগুলো।
অথচ গোমাংশ খাওয়ার অপরাধে তোমার জ্ঞাতি ভাইয়েরা
এপার বাংলার ওপাশে তোমাদের সগোত্রীয় জ্ঞাতিরা
হত্যা করেছে আমজাদ, মোখলেছসহ অনেককেই।
কী সীমাহীন বৈপিরত্য সুখেন!
যাকে তুমি 'মা' বলে জেনেছ তার চর্ম মাড়াতে
তোমার একটুও বুক কাঁপে না।
আজ তোমরা ক্ষুদ্র নৃগোষ্ঠী নিয়ে রাজনীতির মাঠে নেমেছো,
বুঝেগেছ সহজেই তোমাদের ঠাকুরদারা ছায়ার মত আগলে আছে তোমাদের;
পান থেকে চুন খসলেই বার্মিজ কসাইয়ের মত খড়গহস্ত হবে সহসাই।
সুখেন বৈরাগী, আধ্যাত্মবাদের অন্ধত্বের পুঁজি নিয়ে তোমরা এখন সফল ব্যবসায়ী,
গঙ্গার জল থেকে শুরু করে ভ্যাটিকান, মক্কার কাবা
কে পারে রোধিতে তোমাদের এই রক্তের হোলিখেলা?
আর কতকাল অপেক্ষা পৃথিবীতে ঘৃণাহীন তাবৎ মানুষেরা
একই সাথে দেখে যাবে
নিঃসীম নীলাকশে এক ঝাক পায়রা উড়ে যায়।
২৮শে সেপ্টেম্বর ২০১৭
যুক্তরাজ্য।
২৮ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ৮:২৩
মোহাম্মদ বাসার বলেছেন: ধন্যবাদ ছবি আপা। অনেক শুভকামনা জানবেন। কবিতা ভাললাগার জন্য ধন্যবাদ।
২| ২৮ শে সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৩:০৭
ভ্রমরের ডানা বলেছেন:
বাস্তবতার খুব কাছাকাছি লেখা... চম
২৮ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ৮:২৪
মোহাম্মদ বাসার বলেছেন: ধন্যবাদ ভ্রমর ভাই। ভাল থাকুন।
©somewhere in net ltd.
১|
২৮ শে সেপ্টেম্বর, ২০১৭ সকাল ১১:৪৩
কাজী ফাতেমা ছবি বলেছেন: খুব সুন্দর
চমৎকার লিখেছেন বাসার ভাইয়া
শুভেচ্ছা