নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি আমার ছায়া। আকাশ ছোঁয়ার স্বপ্ন নিয়ে বাঁচি, হাতের মধ্যে আকাশ; তবু ছুঁতে পারিনা।

মোহাম্মদ বাসার

আইনজীবী ও মানবাধিকার কর্মী। ফিচার এডিটর- বাংলাপোস্ট, যুক্তরাজ্য।

মোহাম্মদ বাসার › বিস্তারিত পোস্টঃ

কবিতা

০৩ রা অক্টোবর, ২০১৭ সকাল ৮:২৩




একটি মৃত সজারুর গল্প

কবি হওয়ার ইচ্ছেরা এত দ্রুত মরে যায়?
আমারতো তাই হচ্ছে।
ইচ্ছেরা মরে যায়...
রূপালী চাঁদ ডুবে যায় ভোরের আকাশে...
ফিঁকে হয়ে আসে রাতের আঁধার।
পানশালার যখন দরজা বন্ধ হয় এপথে আমি প্রায়শই ঘরে ফিরি,
একদিন রাস্তা পেরুতেই রাস্তার মাঝে চোখে পরে
ছোট্ট সজারু কুণ্ডলী পাকানো জড়সড়;
আমাকে দেখে ভয় পাওয়ার কি আছে আমি বুঝিনা!
আমি রাস্তার মাঝেই একটু দূরুত্বে দাঁড়িয়ে থাকি,
আমার পাশ দিয়ে সিটি বাজিয়ে দ্রুতবেগে একটি গাড়ি চলে যায়;
কিছু খিস্তি খাউর কানে আসে।
আমি সজারুটির কাছ ঘেঁষে আবার দাঁড়াই,
নিজের অলক্ষেই বলি
'আমাকে ভয় পেওনা, গোরস্তানে সবাই সবার বন্ধু!'

রাস্তায় রক্তের ছোপ ছোপ দাগ,
একজন মৃত কবিকে দেখে সজারুটি হাসছে;
আমি কম্পিত হাতে 'কিহোলে' চাবিগুজে দেই,
একগোছা চাবি, একটি 'কিহোল' আর কুণ্ডলী পাকানো সজারু;
একজন খুনী ঠক ঠক শব্দে সিঁড়ি ভাঙে!
পরের দিন প্রত্যুষে 'হ্যাংওভার সিনড্রোম' নিয়ে যে যুবক চলে যায় দূরের শহরে
সে যখন ফিরে আসে তখন তার চোখেমুখে ভেসে উঠে
একজন কবির প্রয়াণের সফল বিজ্ঞাপন;
আয়নার প্রতিবিম্বে সে যখন নিজেকে দেখে
আমি তার পাশে দাঁড়াই, আমি ও সে,
প্রতিবিম্বে খুনীর শনাক্তিকরন চিনহ অনিশ্চিত!
কুণ্ডলী পাকানো সজারু বাথটাবে সাঁতার কাটে,
আয়নার প্রতিবিম্বে কবির রক্তাক্ত হাত;
আমি বেডরুমে এসে পর্দা টেনে দেই
বড্ড ঘুম পাচ্ছে আমার,
ঘুম... ঘুম...
দেয়ালে ছোপ ছোঁপ রক্তের দাগ
বাথটাবে সাঁতার কাটছে...
সাঁতার কাটছে...
একটি...
মৃ..ত...
স..জা..রু...।

৩রা অক্টোবর ২০১৭
যুক্তরাজ্য।

মন্তব্য ৮ টি রেটিং +১/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ০৩ রা অক্টোবর, ২০১৭ সকাল ৮:৪৮

নিউ সিস্টেম বলেছেন: সুন্দর কবিতা।

০৩ রা অক্টোবর, ২০১৭ সকাল ৮:৫৩

মোহাম্মদ বাসার বলেছেন: ধন্যবাদ সিস্টেম আপা/ ভাই। কবিতার প্রসংশায় অনুপ্রেরণা পেলাম। একরাশ শুভকামনা আপনার জন্য।

২| ০৩ রা অক্টোবর, ২০১৭ সকাল ৯:০৪

শাহরিয়ার অয়ন বলেছেন: অসাধারণ লেগেছে

০৩ রা অক্টোবর, ২০১৭ দুপুর ২:৫৮

মোহাম্মদ বাসার বলেছেন: ধন্যবাদ অয়ন ভাই। আপনার প্রশংসা আমার অনুপ্রেরণা।

৩| ০৩ রা অক্টোবর, ২০১৭ সকাল ৯:৪৫

ঠ্যঠা মফিজ বলেছেন: ভালো লাগল ।

০৩ রা অক্টোবর, ২০১৭ দুপুর ২:৫৯

মোহাম্মদ বাসার বলেছেন: ধন্যবাদ মফিজ ভাই। ভাল থাকুন।

৪| ০৩ রা অক্টোবর, ২০১৭ সকাল ৯:৫০

মোঃ মাইদুল সরকার বলেছেন: দেয়ালে ছোপ ছোঁপ রক্তের দাগ
বাথটাবে সাঁতার কাটছে...
সাঁতার কাটছে...
একটি...
মৃ..ত...
স..জা..রু...।

শেষের চমকটা বেশ ভাল।

০৩ রা অক্টোবর, ২০১৭ বিকাল ৩:০১

মোহাম্মদ বাসার বলেছেন: অসংখ্য ধন্যবাদ সরকার ভাই। ভাল থাকুন, কবিতার সঙ্গেই থাকুন। শুভেচ্ছা নিরন্তর।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.