![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আইনজীবী ও মানবাধিকার কর্মী। ফিচার এডিটর- বাংলাপোস্ট, যুক্তরাজ্য।
একগুচ্ছ গোলাপ
একটু একটু করে
উড়ো গাঙচিলের কাছে স্বপ্ন ফেরি করে
যখন ঘরে ফিরে খাবার টেবিলে দেখি
দুঃস্বপ্নরা জুড়ে আছে সমগ্রটা,
তখন নিজেকেই নিজে সুস্বাদ পানীয় ভেবে
গিলে ফেলি পুরোটাই।
খালি শিশি উপহাসে খেলা করে জানালার কাঁচে
চাঁদ যদি অভিমানে ঝরে যায় রাত্রী শেষের আগেই
তাই পর্দা ফেলিনা এ ঘরে,
তুমি এসে দেখে যাও প্রিয়তমা
নারীর প্রেমে নয়
আত্মমোহনেই এ কবি আজ পৃথিবীর শ্রেষ্ঠ প্রেমিক।
তবু এই পদ্য তোমাদেরই জন্য
যারা ভালবেসে বেসে হিসেব করনি প্রাপ্তি কিংবা ঋণ,
জীবনের কানাগলি শিখায়নি চাতুরতা;
এই পদ্য তোমাদেরই জন্য
যারা সম্ভোগ শেষেও
একগুচ্ছ গোলাপের জন্য
একটি ফুলদানি রেখে দাও টেবিলের পাশে।
৮ই অক্টোবর ২০১৭
যুক্তরাজ্য।
১১ ই অক্টোবর, ২০১৭ সকাল ৭:০৪
মোহাম্মদ বাসার বলেছেন: অনেক ধন্যবাদ। কবিতার সাথেই থাকুন, ভাল থাকুন। কৃতজ্ঞতা জানবেন।
২| ১০ ই অক্টোবর, ২০১৭ সকাল ৯:৪৮
ঠ্যঠা মফিজ বলেছেন: সুন্দর লেখা পড়ে ভালো লাগল।
১১ ই অক্টোবর, ২০১৭ সকাল ৭:০৬
মোহাম্মদ বাসার বলেছেন: ধন্যবাদ ঠাঠা ভাই। আপনার নামটা চোখের সামনে আসলেই আমার মন্টা ভাল হয়ে যায়। মানুষের বিপরীতটা হতে পারে। আমার হয়না। অনেক কৃতজ্ঞতা জানবেন।
৩| ১০ ই অক্টোবর, ২০১৭ সকাল ১০:৪৫
লেখা পাগলা বলেছেন: সুন্দর লিখেছেন
১১ ই অক্টোবর, ২০১৭ সকাল ৭:০৭
মোহাম্মদ বাসার বলেছেন: ধন্যবাদ পাগলা ভাই। অনেক কৃতজ্ঞতা। ভাল থাকুন।
৪| ১০ ই অক্টোবর, ২০১৭ বিকাল ৩:৩৭
ভ্রমরের ডানা বলেছেন:
আপনার কাছ থেকে অন্যপ্রকারের কবিতা পেলাম। খুব ভাল লিখেছেন। মুগ্ধতা কবি....
১১ ই অক্টোবর, ২০১৭ সকাল ৭:০৯
মোহাম্মদ বাসার বলেছেন: অনেক ধন্যবাদ ডানা ভাই,আপনার কথাগুলো অনুপ্রেরণা দায়ক, আপনার ভাল লেগেছে বলে আমারও ভাল লেগেছে।
ভাল থাকুন।
৫| ১০ ই অক্টোবর, ২০১৭ বিকাল ৩:৫৯
মিরোরডডল বলেছেন: good one
১১ ই অক্টোবর, ২০১৭ সকাল ৭:১০
মোহাম্মদ বাসার বলেছেন: থ্যাঙ্কস এ লট।
৬| ১১ ই অক্টোবর, ২০১৭ সকাল ৭:০২
মোহাম্মদ বাসার বলেছেন: শুরুতেই ক্ষমা চেয়ে নিচ্ছি সকলের কাছে আমি অতটা নিয়মিত নই বলে। তাই কমেন্টসগুলির উত্তরও ঠিক সময়ে দেও্যা হয়না, এমনকি মাঝে মাঝে বেমালুম খেয়ালই করা হয়না। আপনাদের উদারতায় এখনও লেকায় উৎসাহ পাচ্ছি, এজন্য অনেক কৃতজ্ঞতা।
©somewhere in net ltd.
১|
১০ ই অক্টোবর, ২০১৭ সকাল ৯:১৪
আমিই মুসাফির বলেছেন: সুন্দর লিখেছেন