| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মোহাম্মদ বাসার
আইনজীবী ও মানবাধিকার কর্মী। ফিচার এডিটর- বাংলাপোস্ট, যুক্তরাজ্য।

আঁধারের বুক
কাছেতো ছিলেই বহুকাল,
দূরে থেকে দেখ
কতটুকু দূরে থাকা যায়?
এতটাই যদি দূরে থেকে
অহর্নিশ কর দূরুত্বের বাহানা
কেন তবে অলক্ষে কাছে আস?
বাজাও হ্যামিলন রহস্য বীণ আঁধারের বুকে।
কতবার বলেছো বিদায়!
করেছো ব্যবচ্ছেদ শবের লাশকাটা ঘরে,
অক্ষত দেহে তবু পরে আছি সভ্যতার মোড়ক;
চলে যাও যখন তাকিওনা পিছনে ফিরে,
বুকের থরে থরে সাজানো নিযুত পাথরে
হয়ে আছি শুভ্র পাহাড়
একাকী...
কঠিন বরফে।
২৫ই অক্টোবর ২০১৭
যুক্তরাজ্য।
২৬ শে অক্টোবর, ২০১৭ রাত ৯:২১
মোহাম্মদ বাসার বলেছেন: অনেক ধন্যবাদ। কবিতা ভাললাগার জন্য অশেষ কৃতজ্ঞতা। ভাল থাকুন।
২|
২৬ শে অক্টোবর, ২০১৭ রাত ৮:৫৫
মাহির মুনিম বলেছেন: হয়ে আছি শুভ্র পাহাড়
একাকী...
কঠিন বরফে।
যখন কোনো কিছুই আমাদের থেকেও আমার হয়ে থাকে না তখন খুব হিংসা হয় বাস্তবতার দিকে চোখ রাখলে।
একদিন সময়ই আপনাকে গলিয়ে দেবে সেই প্রত্যাশা।
ভালো থাকুন অভ্যাসের ভেতর বাহির জুড়ে।
২৬ শে অক্টোবর, ২০১৭ রাত ৯:২৫
মোহাম্মদ বাসার বলেছেন: হাহাহা, অপ্রাপ্তি কি মানুষকে কাব্যের প্রতি আগ্রহ করে? হয়ত। তবে কোন কিছুতেই আক্ষেপ নেই। যেহেতু মানুষের নিয়ন্ত্রণের ক্ষমতা সীমিত।
ধন্যবাদ। ভাল থাকুন।
৩|
২৬ শে অক্টোবর, ২০১৭ রাত ৮:৫৯
বিদ্রোহী ভৃগু বলেছেন: মুগ্ধতা
এমনই হয়! সবারই এমনই হয়? ![]()
+++
২৬ শে অক্টোবর, ২০১৭ রাত ৯:২৯
মোহাম্মদ বাসার বলেছেন: ধন্যবাদ ভৃগু ভাই। সবার হয় না। যাদের হয় তারা কবি হয়। লুল।
৪|
২৬ শে অক্টোবর, ২০১৭ রাত ৯:২৮
দিশেহারা রাজপুত্র বলেছেন: মোটামুটি লাগছে
২৬ শে অক্টোবর, ২০১৭ রাত ৯:৩১
মোহাম্মদ বাসার বলেছেন: মোটামুটি লেগেছে তাই বা কম কিসে? ধন্যি ধন্য।
ভাল থাকুন।
৫|
২৬ শে অক্টোবর, ২০১৭ রাত ১০:১৬
সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর। +
২৭ শে অক্টোবর, ২০১৭ রাত ২:১৯
মোহাম্মদ বাসার বলেছেন: ধন্যবাদ। ভাল থাকুন।
©somewhere in net ltd.
১|
২৬ শে অক্টোবর, ২০১৭ রাত ৮:৪৫
মাহবুবুল আজাদ বলেছেন: বাহ চমৎকার লিখেছেন, শুভ কামনা রইল।