![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আইনজীবী ও মানবাধিকার কর্মী। ফিচার এডিটর- বাংলাপোস্ট, যুক্তরাজ্য।
একটু উষ্ণতার জন্য
তোমার শহরে তুমি,
আমার শহরে আমি;
তোমার শহরে গিয়েছি আমি
আমার শহরে তোমার হয়নি আসা!
আমাদের এই শহর শহর খেলায়
আমার এ শহর হয়ে আছে বধ্যভূমি,
সবুজ প্রান্তর, স্বচ্ছ সরোবর সব লাগে নিস্ফলা;
তোমার শহরে এতকিছু নেই জানি
তবু হোক জ্যোৎস্নাতে অবগাহন এই পূর্ণিমারাতে,
না হোক মিলন ওষ্ঠের উষ্ণতা ওষ্ঠে।
মাথার উপরে একমাত্র আকাশ জানুক
দুইটি হৃদয় একটু উষ্ণতার জন্য
কতটুকু বিক্ষত এই রাতে!
১লা নভেম্বর ২০১৭
যুক্তরাজ্য।
এক।
ক্ষুধা ও ঈশ্বর
ঈশ্বরের সৃষ্টি আমি
ঈশ্বর সমতূল্য,
ডাক দেখি দু'জনাই তুমি
কে রাখে তোমার মূল্য?
অনাহারে মরে বেদুইন আরব
ঈশ্বর বেঘোরে ঘুমায়,
তবুওতো কিছু বেঁচে আছে সেথা
মানুষের উছিলায়।
ঈমানী বলে বলীয়ান হয়ে
কিছু যায় তরবারি হাতে,
কিছু যায় সেথা যিশুর ক্রুশে
খাবারের গাড়িতে।
মানুষের মূল্য মানুষ রাখিবে
ঈশ্বর ঘুমায় ঘুমাক,
ঈশ্বর পূজারী পাদ্রী হুজুর
গঞ্জিকা-নাসিকা বোলাক।
ধর্মের নামে গড়ে উঠে মক্তব
মিনারে ছোঁয়া আকাশ,
আনাহার আকালে পৃথিবী কাঁপে
ক্রন্দনে ভারী এ বাতাস।
৩০/১০/২০১৭
যুক্তরাজ্য।
দুই।
সেল্ফি নজরানা
গল্প লেখা কষ্ট বড়
সেল্ফি তোলা কষ্ট না,
মন চাহে তাই যখন তখন
ছাড়ি লেখার গঞ্জনা।
কিন্তু মাগার চেহারাটা
বাংলা পাঁচের আস্তানা,
খসখসে ত্বক, রুক্ষ হাতে
তাইতো পরি দস্তানা।
ন্যাঁকড়া মাথা, আলতা ঠোঁটে
নিত্য ছবির বাহানা,
সেল্ফি রানীর কান্ড দেখে
ভাবছি তাকে অঞ্জনা।
অঞ্জনা বা রঞ্জনা
কিংবা স্বাদের ছালা গায়ে
ইয়া হাবিবী মুসকানা,
ফেবুর নাকি বসছে মিটিং
প্রতি ছবির আপলোডিংয়ে
দিতে হবে নজরানা।
২৯/১০/২০১৭
যুক্তরাজ্য।
২| ০২ রা নভেম্বর, ২০১৭ দুপুর ১২:৫৪
চিন্তিত নিরন্তর বলেছেন: সাহসী কথা।
©somewhere in net ltd.
১|
০২ রা নভেম্বর, ২০১৭ সকাল ১০:২৬
নাহিদ০৯ বলেছেন: একটু উষ্ণতার জন্য কবিতাটি খুবই ভালো লেগেছে। কবি কে ধন্যবাদ