নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি আমার ছায়া। আকাশ ছোঁয়ার স্বপ্ন নিয়ে বাঁচি, হাতের মধ্যে আকাশ; তবু ছুঁতে পারিনা।

মোহাম্মদ বাসার

আইনজীবী ও মানবাধিকার কর্মী। ফিচার এডিটর- বাংলাপোস্ট, যুক্তরাজ্য।

মোহাম্মদ বাসার › বিস্তারিত পোস্টঃ

অনেক ভাললাগা কবিতা থেকে, বন্ধুরা আশাকরি আপনাদেরও ভাল লাগবে।

০৯ ই নভেম্বর, ২০১৭ সকাল ১০:০৮

'মিথোজীবী স্বপ্নের হঠাৎ রূপান্তর

আমাদের স্বপ্নগুলো সার্থকনামা মিথোজীবীই
ছিল। সহভোক্তা গজপিপলু নয়, ছিল
ব্যতিহারী লাইকেন। বাড়-বাড়ন্তিতে
ছিল পরজীবী স্বর্ণলতা।তরতরিয়ে দিচ্ছিল
উল্লম্ফন, ভরা কটালের বলেশ্বর যেমন।
সওয়ার ছিল বান-ছোঁয়া কলমি অথবা
জংলি আমনের চূড়ায়।
ওম ভরা অনুরাগ সজীবতা দেখে ঈর্ষা
করতো শ্রাবনের শ্বেত শিরিষও।
সোনার কাঠি-রূপার কাঠির
বজ্রগুণনে হয়েছিল ভালবাসার
জীবিকায়ন, হয়েছিল দ্বি-বীজপত্রী
সুধার উদগ্মন।

আমাদের স্বপ্নগুলো প্রোথিত ছিল
হৃদয়ের কেন্দ্রমণ্ডলে। শেকড়ের দৃঢ়তা
দিতে একে একে এগিয়ে এসেছিল
গুরুমণ্ডল, অশ্মমণ্ডল প্রমুখ।
বাৎসায়নের পুষ্টি প্রগাঢ়তায়
স্বপ্নগুলো চঞ্চল হয়েছিল
মায়া হরিনের মধ্য কর্ণে।

আমাদের স্বপ্নগুলো পেতে চেয়েছিল
বরষার বিজুলি চুম্বন, চেয়েছিল
অরোরার অনিরুদ্ধ আলিঙ্গন। গ্লাইডিং
ঘুম চেয়েছিল অ্যালবেট্রসের ডানায়।
মহুয়ার মাদকতায় চেয়েছিল মৈথুন মূর্ছণা,
চেয়েছিল এসপ্রেসো কফির ফেনিল
উৎসারণ।

আমাদের স্বপ্নগুলো ছিল তুমি আর
আমিতে ভরা, কেবলই তুমি-আমি,
কেবলই আমি-তুমি। এর চেয়ে বড়
মিথোজীবী আর কি ই বা হতে পারতো!
অথচ কি আশ্চর্য! সহসাই নিজেকে
ঘোষণা দিলে স্বভোজী শৈবাল বলে।
অচিন প্রবাহে এলিয়ে দিলে অভিযোজী
অম্বর। আর আমি নিশ্চিহ্ন হলাম
হঠাৎ-জাগা বালিয়াড়ির
অদেখা অতলে।'

২২ই সেপ্টেম্বর ২০১৭।

মন্তব্য ৯ টি রেটিং +০/-০

মন্তব্য (৯) মন্তব্য লিখুন

১| ০৯ ই নভেম্বর, ২০১৭ সকাল ১০:৩৭

কানিজ রিনা বলেছেন: বেশ কঠিন তবুও ভাল লাগল,
আমাদের সপ্নগুলো প্রোথিত ছিল
হৃদয়ের কেন্দ্রমন্ডলে। ধন্যবাদ।

০৯ ই নভেম্বর, ২০১৭ সকাল ১১:৪২

মোহাম্মদ বাসার বলেছেন: ধন্যবাদ।

২| ০৯ ই নভেম্বর, ২০১৭ সকাল ১১:০০

রাজীব নুর বলেছেন: এত কঠিন করে লেখার কি দরকার?
সহজ সরল ভাষায় লিখুন- তাতে গ্রহনযোগ্যতা বাড়বে।

০৯ ই নভেম্বর, ২০১৭ সকাল ১১:৪১

মোহাম্মদ বাসার বলেছেন: ধন্যবাদ ভাই আপনার মন্তব্যের জন্য। সবাই কি আর পরিস্থিতির ওজন বোঝে বলুন?

৩| ০৯ ই নভেম্বর, ২০১৭ সকাল ১১:১৪

অনন্য দায়িত্বশীল আমি বলেছেন: কঠিন শব্দে পান্ডিত্য বারে কিন্তু পাঠক কমে। মোট কথা হলো ভালো হয়েছে।

০৯ ই নভেম্বর, ২০১৭ সকাল ১১:৪৩

মোহাম্মদ বাসার বলেছেন: জী।

ভাল থাকুন।

৪| ০৯ ই নভেম্বর, ২০১৭ সকাল ১১:৩৭

কামরুননাহার কলি বলেছেন: লেখাটা বেশ সুন্দর হয়েছে। তবে ভাষা মাশাল্লাহ কঠিন। তবে এটাও ভালো।

০৯ ই নভেম্বর, ২০১৭ সকাল ১১:৪৪

মোহাম্মদ বাসার বলেছেন: ধন্যবাদ। কবিতাটি ভাল লেগেছে তাতেই আমি খুশী।

ভাল থাকুন।

৫| ০৯ ই নভেম্বর, ২০১৭ দুপুর ১২:৩৪

বানেসা পরী বলেছেন: কবিতাটা বেশ সুন্দর।
তবে কিছু শব্দের অর্থ আমার অজানা। মিথোজীবী বলতে কি মিথোলজী বুঝিয়েছেন? আর প্রোথিত অর্থ কি?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.