নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি আমার ছায়া। আকাশ ছোঁয়ার স্বপ্ন নিয়ে বাঁচি, হাতের মধ্যে আকাশ; তবু ছুঁতে পারিনা।

মোহাম্মদ বাসার

আইনজীবী ও মানবাধিকার কর্মী। ফিচার এডিটর- বাংলাপোস্ট, যুক্তরাজ্য।

মোহাম্মদ বাসার › বিস্তারিত পোস্টঃ

কবিতা

২০ শে জুলাই, ২০১৮ সকাল ১০:০৪

ছিঁড়ে যায় শেঁকড়

ব্যাংকে রাখা সোনা তামা হয়ে যায়,
ব্যাংকে রাখা টাকা হাওয়া হয়ে যায়,
উন্নয়নের অদৃশ্য ঠাপে দেশে রাস্তাঘাট খানাখন্দে ভরে যায়,
মানুষ ঘর থেকে হাওয়া হয়ে যায়,
পড়াশুনার নামে আধুনিক পতিতার মত
ঢাকার শহরে যেয়ে মেয়েরা বা ঘোষের বেটিরা এমপি হয়ে যায়
অতঃপর কোটিপতি বনে যায়।
কেউ কেউ অন্ধকারে জয়নুলের কাছে কচি মুরগী সাপ্লাইয়ের
আজীবন চুক্তিপত্র হাতে পেয়ে যায়।

দরজার খিল খুলে বেড়িয়ে আসে হরিমাধব,
একদিন তার ধর্ষিতা স্ত্রীর কান্না ভেসেছিল এই বাতাসে;
এখনো এখানে ধর্ষণের মহোৎসব,
শুধু পাল্টে গেছে পোশাক, মুখোশের অবয়ব
এখন আর টুপিতে ঋতুশ্রাবের সরকারী সিলমোহর যুক্ত দাগ নেই,
এখন সবুজ পতপতে পতাকার রশিতে ফেলানীর ঝুলন্ত লাশ,
এখন স্বাধীনতার স্লোগানে উত্থিত লিঙ্গে যুবকের খুনী উল্লাস।
নির্ভীক হরিমাধব কিছুটা দূরে পুকুরে যাওয়ার অবসাদে ভোগে,
মসজিদের বারান্দায় ঝোলানো বস্রখন্ডে সে অবচেতনে মুছে নেয় লিঙ্গমুণ্ড।
এ এক ভয়ংকর মাৎস্যন্যায়ের দেশ
বেঁচে থাকার জন্য অর্বাচীন মানুষ
নিজের বুক চিঁড়ে ছিঁড়ে নেয় হৃদপিন্ড সমেত শেঁকড়।

১৭ই জুলাই ২০১৮
যুক্তরাজ্য।

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ২০ শে জুলাই, ২০১৮ সকাল ১০:৪২

স্রাঞ্জি সে বলেছেন: শুভ সকাল। প্রীশু ভাইজান।

দেশটা নষ্টদের দখলে গেছে।

২| ২০ শে জুলাই, ২০১৮ সকাল ১১:১৮

রাজীব নুর বলেছেন: চরম কবিতা।
আমার ক্ষমতা থাকলে এই কবিতা আওয়ামীলীগকে পড়াতাম।

৩| ২০ শে জুলাই, ২০১৮ সকাল ১১:৩০

রাজীব নুর বলেছেন: সবচেয়ে ভালো হতে যদি মাইকে করে রাস্তার মোরে মোরে সারাদিন বাজাতে পারতাম।

৪| ২০ শে জুলাই, ২০১৮ সকাল ১১:৩০

রাজীব নুর বলেছেন: সবচেয়ে ভালো হতে যদি মাইকে করে রাস্তার মোরে মোরে সারাদিন বাজাতে পারতাম।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.