![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আইনজীবী ও মানবাধিকার কর্মী। ফিচার এডিটর- বাংলাপোস্ট, যুক্তরাজ্য।
আর কোন প্রতিশ্রুতি দেব না
কতজনকে বলেছি অপেক্ষায় থাকতে
আমি কারো কাছে ফিরিনি,
কতজন না হোক কেউ কেউ বলেছিল
'আপেক্ষায় আছি, তুমি এসো'!
আমি অপেক্ষার সুনিপুণ ঘড়ির কাটা মেপে
গন্তব্যে গিয়ে দেখেছি সেখানে কেউ নেই।
যখন কারো কারো সাথে দেখা হয়েছে
বুকের মধ্যে নির্বিকার উদাসীনতা চেপে
কৌতুহলহীন চোখে জিজ্ঞেস করেছি 'চা চলবে?'
'হুম!' আরও বেশী নির্বিকার উত্তর শুনেও
আমি অবাক না হয়ে
চায়ে দুধ বা চিনি লাগবে কীনা জিজ্ঞেস করেছি।
আমি এখনও অপেক্ষায় থাকি,
লাল পেড়ে শাড়ির রক্তিম ঠোঁটের কারও জন্য,
আমি তাকেও বলেছি 'অপেক্ষার' কথা;
সেও আমাকে বলেছে আমার প্রত্যাশার পরিপূরক শব্দটি।
দক্ষিণা বাতাসে গাছগুলো নড়ে ওঠে,
খোসা ভেঙে উড়ে যায় শিমুলের তুলো;
প্রতিদিন আয়নার প্রতিবিম্বে নিজের লোমশ বুকও জানান দেয়
পরিত্যক্ত জীবনের কথা।
যদি এখনও দেখি শিমুল-পলাশের দিনে সে দাঁড়িয়ে ঠায়,
আমি তাকে আর কোন প্রতিশ্রুতি দেব না;
বদ্ধ ঘরের অর্গলে চোখ রেখে বলব 'কাছে এসো'
এ ঘরে তুমি আর আমি ছাড়া আর কেউ নেই।
৩১শে জুলাই ২০১৮
যুক্তরাজ্য।
০১ লা আগস্ট, ২০১৮ রাত ১:৩৩
মোহাম্মদ বাসার বলেছেন: ধন্যবাদ ভাই। ভাল থাকুন।
২| ৩১ শে জুলাই, ২০১৮ সকাল ১০:৫৫
বাকপ্রবাস বলেছেন: খুব সুন্দর
০১ লা আগস্ট, ২০১৮ রাত ১:৩৫
মোহাম্মদ বাসার বলেছেন: অনেক ধন্যবা। শুভেচ্ছা জানবে।
৩| ০১ লা আগস্ট, ২০১৮ সকাল ৭:৫২
ভ্রমরের ডানা বলেছেন:
চমৎকার কাব্য! বেশ রোমান্টিক!
০৪ ঠা আগস্ট, ২০১৮ দুপুর ১২:১৩
মোহাম্মদ বাসার বলেছেন: অনেকদিন দেখা নেই, কথা নেই, নাহ?৷
ভাল থাকুন।
©somewhere in net ltd.
১|
৩১ শে জুলাই, ২০১৮ সকাল ১০:৪৩
রাজীব নুর বলেছেন: বেশ ভালো কবিতা লিখেছেন।