নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি আমার ছায়া। আকাশ ছোঁয়ার স্বপ্ন নিয়ে বাঁচি, হাতের মধ্যে আকাশ; তবু ছুঁতে পারিনা।

মোহাম্মদ বাসার

আইনজীবী ও মানবাধিকার কর্মী। ফিচার এডিটর- বাংলাপোস্ট, যুক্তরাজ্য।

মোহাম্মদ বাসার › বিস্তারিত পোস্টঃ

কবিতা

২২ শে আগস্ট, ২০১৮ রাত ১০:১১

রাজকবি

প্রতিটা মানুষই কমবেশী মতলববাজ
কবিরা আরও বেশী,
কারো কারো মুগ্ধতা তৈরীর জন্য তারা কতকী বলে..
যা সত্যি নয় তাও।
এ কথা জানা ছিলনা ভজহরীর,
জানা মাত্রই লিখে ফেললেন শতাব্দীর শ্রেষ্ঠ কবিতা

'তোমার বুকের ভাজে মধুর চাকে
নানান লোকের ঢিল,
মৌ ছাড়িয়ে পাইনি মধু, খেয়েছি কামড়
পাছার কাপড় উঠিয়ে দেখি
ব্যাথায় আমার সরেস পাছা
হয়ে আছে নীল।'

সেই থেকে গল্পকার ভজহরী
সম্মানীত রানীমাতার একান্ত অনুগত রাজকবি।

২২শে আগষ্ট ২০১৮
যুক্তরাজ্য।

মন্তব্য ১৭ টি রেটিং +১/-০

মন্তব্য (১৭) মন্তব্য লিখুন

১| ২২ শে আগস্ট, ২০১৮ রাত ১০:১৪

আরণ্যক রাখাল বলেছেন: কবিতা পড়ে হাসি পাচ্ছে!
পাপ হচ্ছে না তো?

২৪ শে আগস্ট, ২০১৮ সকাল ১০:১৭

মোহাম্মদ বাসার বলেছেন: সরি একটু বিজি ছিলাম। তাই আসা হয়নি ব্লোগে। হাসিতে পাপ নেই। যত পারুন হাসুন।

২| ২২ শে আগস্ট, ২০১৮ রাত ১০:২১

রাজীব নুর বলেছেন: ঈদ মোবারক।
চমৎকার কবিতা।
সাধারন মানূষ মতলববাজ হয় না। তবে কবিরা মতলববাজ একথাটা মোটামোটি ঠিক।

২৪ শে আগস্ট, ২০১৮ সকাল ১০:২৬

মোহাম্মদ বাসার বলেছেন: কবি নির্মেলেন্দু গুনের বঙ্গবন্ধুকে নিয়ে কবিতাটা অবশ্যই শুনে থাকবেন। বঙ্গবন্ধুর মৃত্যুর পর যখন ভয়ে তাঁর নাম কেউ উচ্চারণ করত না তখন তিনি লিখেছিলেন ঐ সাহসী কবিতা। কবি নির্মেলেন্দু গুন এখনও বেঁচে আছেন, দিব্যি কবিতাও লিখেন। আছেন মহাদেব সাহা, হেলাল হাফিজ সেহ অনেকেই। এই কোটা সংস্কার আন্দোল, শিশুদের আন্দোলন তাতে সামান্য কিছু নাট্যকর্মী ছাড়া কোন কবি লেখকদের ভূমিকা দেখেছেন? আপনার কি মনে হয়না এরা প্রতিবাদেরভাষা হারিয়ে এখন বিক্রিত রাজকবি হয়ে গেছেন?

৩| ২২ শে আগস্ট, ২০১৮ রাত ১০:২৭

কৃষ্ণ কমল দাস বলেছেন: কবিদের সম্পর্কে বলা কথা গুলো সত্য

২৪ শে আগস্ট, ২০১৮ সকাল ১০:২৮

মোহাম্মদ বাসার বলেছেন: ধন্যবাদ।

৪| ২২ শে আগস্ট, ২০১৮ রাত ১০:২৮

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: সুন্দর । ঈদ মোবারক। :)

২৪ শে আগস্ট, ২০১৮ সকাল ১০:২৯

মোহাম্মদ বাসার বলেছেন: ঈদ মোবারক হাসু মামা। অনেক ধন্যবাদ।

৫| ২২ শে আগস্ট, ২০১৮ রাত ১০:৩০

বিজন রয় বলেছেন: কেমন আছেন?
অনেক দিন পর আপনার এখানে এলাম।

কবিরা মতলববাজ হয় না, বরং মতলববাজদের স্বরূপ উন্মোচন করে।

২৪ শে আগস্ট, ২০১৮ সকাল ১০:৩১

মোহাম্মদ বাসার বলেছেন: দিন পালটে গেছে দাদা। এর ব্যাখ্যা রাজীব নূর ভাইয়ের কমেন্টের উত্তরে দিয়েছি।

৬| ২২ শে আগস্ট, ২০১৮ রাত ১০:৪৩

ভ্রমরের ডানা বলেছেন:

ঈদ মোবারক! লন্ডনে ঈদ কেমন হচ্ছে! আপনার পরিবারের প্রতি ঈদের শুভেচ্ছা রইল!




কবিতায় সত্যতানির্ণয়ক কথাকলি ভাল লেগেছে! তবে পাছা শব্দটা একটু অরূচিকর! অবশ্য পুরোটাই লেখকের ইচ্ছে!

২৪ শে আগস্ট, ২০১৮ সকাল ১০:৩৫

মোহাম্মদ বাসার বলেছেন: ঈদ মোবারক। হাহা। কবিতার সব কিছু ভাল লাগবে এমন কোন কথা নেই। যাইহোক কিছুটা হলেও ভাল লেগেছে সেই জন্য কৃতজ্ঞতা। ভাল থাকবেন।

৭| ২২ শে আগস্ট, ২০১৮ রাত ১১:১২

শাহারিয়ার ইমন বলেছেন: রাজকবিরা রাজার পাচাটা ছিল

২৪ শে আগস্ট, ২০১৮ সকাল ১০:৩২

মোহাম্মদ বাসার বলেছেন: কথাটা পুরোপুরি সত্যি নয় বলে আমার ধারণা। ধন্যবাদ।

৮| ২৩ শে আগস্ট, ২০১৮ রাত ১:০৩

ভ্রমরের ডানা বলেছেন:



শাহারিয়ার ইমন বলেছেন: রাজকবিরা রাজার পাচাটা ছিল আপনি কি বিদ্যাপতি,ভারতচন্দ্র, আলাওল, দৌলতকাজী, কোরেশী মাগন ঠাকুরের সাহিত্যকর্ম সম্পর্কে ধারনা রাখেন। তাদের রচনার বিষয়ে আপনার জ্ঞান কতটুকু??


উনারা পূর্ণাবয়ব রাজকবি ছিলেন!

২৪ শে আগস্ট, ২০১৮ সকাল ১০:৩৬

মোহাম্মদ বাসার বলেছেন: ঠিক, এবং সহমত পোষণ করছি।

৯| ২৪ শে আগস্ট, ২০১৮ সকাল ১১:০১

সেলিম আনোয়ার বলেছেন: কোটা সংস্কার ও শিশু আন্দোলন নিয়ে আমার কবিতা আছে।
সময় করে পড়ে আসবেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.