![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আইনজীবী ও মানবাধিকার কর্মী। ফিচার এডিটর- বাংলাপোস্ট, যুক্তরাজ্য।
ছায়া
আমরা চলে যাই যে যার গন্তব্যে,
বিথীকার আবিষ্ট ছায়ার মত
আমাদের ছায়া স্থবির নয়;
আমাদের মন-মনন, জীবন চলমান ছায়ার মত
আমাদের সাথে হেঁটে যায়,
তারপর একদিন ছায়াদের বয়স বাড়ে,
রাত্রীর সমর্পণে অসংখ্য অযুত ছায়া নিয়ে
সমগ্র আকাশ হয়ে উঠে একটি মাত্র ছায়া;
আর তখন আমাদের চলমান ছায়া ও বৃক্ষের স্থবির ছায়ার মধ্যে
তেমন কোন পার্থক্য দেখিনা।
জীবের অনিবার্য পরিণতি যখন ক্রম অগ্রসরমান অন্ধকারে
আমাদের তখন আলোর জন্য হাহাকার বাড়ে;
কিন্ত বিকেলের বিষণ্ণ রোঁদ জানান দেয়
অন্ধকার ও আমাদের ছায়াময়
অনিবার্য পরিণতির কথা।
১লা সেপ্টেম্বর ২০১৮
যুক্তরাজ্য।
০২ রা সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১০:৩৯
মোহাম্মদ বাসার বলেছেন: ধন্যবাদ ভাই।
২| ০১ লা সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ২:৫০
সম্রাট ইজ বেস্ট বলেছেন: সবাইকেই অনিবার্য পরিণতি বরণ করতে হবে।
০২ রা সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১০:৪০
মোহাম্মদ বাসার বলেছেন: হুম, ঠিক।
৩| ০১ লা সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৩:৪০
রাজীব নুর বলেছেন: সুন্দর কবিতা।
০২ রা সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১০:৪১
মোহাম্মদ বাসার বলেছেন: ধন্যবাদ নূর ভাই।
৪| ০১ লা সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৩:৫০
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: ভালো লাগলো, সুন্দর কবিতা
০২ রা সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১০:৪২
মোহাম্মদ বাসার বলেছেন: ভাল লাগার জন্য ধন্যবাদ। ভাল থাকুন।
৫| ০১ লা সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৪:২০
বাকপ্রবাস বলেছেন: সুন্দর
০২ রা সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১০:৪২
মোহাম্মদ বাসার বলেছেন: ধন্যবাদ।
©somewhere in net ltd.
১|
০১ লা সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ২:৪৪
জুনায়েদ বি রাহমান বলেছেন: জীবনের অন্তিম পরিণতি মৃত্যু। জীবন আস্তে আস্তে মৃত্যুর দিকে অগ্রসর হয়। আর হ্যা, মৃত্যুর পূর্বে পৃথিবীর প্রতি আকর্ষণও সম্ভবত বেড়ে যায়। আমরা বাঁচতে চাই, অনেক অনেক অনেকদিন...
অথচ, পুরু পৃথিবী প্রতিনিয়ত মৃত্যুর সত্যতাই স্মরণ করিয়ে দেয়।
দারুণ ভাবের কবিতা। শুভেচ্ছা...