![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আইনজীবী ও মানবাধিকার কর্মী। ফিচার এডিটর- বাংলাপোস্ট, যুক্তরাজ্য।
মাকড়সা
এত বেশী আলোর ফোয়ারা মানুষের চোখে
অথচ অন্ধকারে ডুবে আছে
মানুষের বাড়ি।
সভ্যতার যত প্রেম ছিল মলাটের ভাঁজে
পাথরের খাজে
সব আজ মুখে নিয়ে হেঁটে যায়
প্রতারক বুদ্ধি বিক্রেতা ফরিয়ার দল।
এ শহর লোকালয়ে যারা থাকে
তারা আজ দেখাবেই স্বপ্ন
সুনিপুণ চাতুরতায়
আলোর ফোয়ারার মত চোখ নিয়ে
আগামী স্বপ্নের দিন।
সময়ের পরিক্রমণ সাক্ষী থাকে ইতিহাস হয়ে
যুগে যুগে অবিনাশ স্বপ্নের জাল,
আমরা বুঝিনা কতটুকু কাছ দিয়ে হেঁটে যায়
আমাদেরই চেনা মানুষ
এক একটি মাকড়সার মত।
৭ই সেপ্টেম্বর ২০১৮
যুক্তরাজ্য।
০৮ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ২:৫৩
মোহাম্মদ বাসার বলেছেন: ধন্যবাদ। ভাল থাকুন।
২| ০৮ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১:৪৯
চাঙ্কু বলেছেন: যুক্তরাজ্যে মাকড়শা আছেনি?
০৮ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ২:৫৩
মোহাম্মদ বাসার বলেছেন: আছে।
৩| ০৮ ই সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১০:৩১
রাজীব নুর বলেছেন: সহজ সরল সুন্দর কবিতা।
©somewhere in net ltd.
১|
০৮ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১:৪৯
ভ্রমরের ডানা বলেছেন:
বাস্তবিক কবিতা!