নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি আমার ছায়া। আকাশ ছোঁয়ার স্বপ্ন নিয়ে বাঁচি, হাতের মধ্যে আকাশ; তবু ছুঁতে পারিনা।

মোহাম্মদ বাসার

আইনজীবী ও মানবাধিকার কর্মী। ফিচার এডিটর- বাংলাপোস্ট, যুক্তরাজ্য।

মোহাম্মদ বাসার › বিস্তারিত পোস্টঃ

কবিতা

১৪ ই সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৯:৫৯

অপ্রয়োজনীয় 'লৌকিক লোকাচার'

ধনেপাতা রঙ
খোয়াবী মেয়ে আকাশ মেখেছো চোখে,
বাড়ালেই হাত পাবে ছুঁতে তুমি নক্ষত্র গাঁ;
জীবন স্পর্শ শিহরিত কামুক শরীর,
বহতা বর্ষায় শুরুর আষাঢ় কে রাখে স্মরন!
এভাবেই হোক ভাদ্রের টানে মোহিত জীবন বোধ,
শুরুর শুরু নেই আর
বাড়ালেই পা।
হোক মধ্য গগন কিংবা ফলবান তরু,
চল এখান থেকেই চলে যাই
জীবনের গল্প শরীর মননে মেখে
অবিরাম, অবিরাম অনন্ত যাত্রার দিকে।

পৃথিবীর প্রথাগত লোকাচার
মানুষের এক অপ্রয়োজনীয় মানবিক শৃঙ্খল,
যতটুকু তার হৃদয়ের দায়
তারচেয়েও বেশী মুখোশের;
চোখের ভিতরে পুষে উলঙ্গ চুম্বন কাতরতা
তোমার হাতে রেখে হাত,
মাঘীরাত নিষ্ফল পাহারায়
বিচ্ছেদ বাড়াবেনা লৌকিক লোকাচার।
চল চলে যাই
হাতে হাত, ঠোঁটে ঠোঁট রেখে
অবিরাম, অবিরাম অনন্ত যাত্রায়
ফিরিবার তাড়াহীন
তোমার চোখের ভিতরে আঁকা
এক অন্য পৃথিবীতে।

১৪ই নভেম্বর ২০১৮
যুক্তরাজ্য।

মন্তব্য ১৬ টি রেটিং +২/-০

মন্তব্য (১৬) মন্তব্য লিখুন

১| ১৪ ই সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১০:৩৬

পদাতিক চৌধুরি বলেছেন: সুপ্রিয় কবিবর,

বেশ ভালো লাগলো। তবে শেষ অংশটা বেশি ভালো সুখকর মনে হয়েছে।


শুভেচ্ছা নিয়েন ।

১৪ ই সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১২:০৫

মোহাম্মদ বাসার বলেছেন: অনেক ধন্যবাদ। ভাললাগা প্রকাশে কৃতজ্ঞতায় বাঁধলেন
ভাল থাকুন।

২| ১৪ ই সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১০:৩৬

এ.এস বাশার বলেছেন: অসাধারন পুঙতিমালা... কবিতায় ভাল লাগা জানবেন.....

১৪ ই সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১২:০৮

মোহাম্মদ বাসার বলেছেন: অনেক ধন্যবাদ। ভাল থাকুন কবিতায়, ভাল থাকুন কবিতার মত এক ভ্রমাত্মক অথচ আকাঙ্ক্ষিত জীবনে।

৩| ১৪ ই সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১০:৪০

জুনায়েদ বি রাহমান বলেছেন: বাহ! খুব ভালো লেগেছে।

১৪ ই সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১২:০৯

মোহাম্মদ বাসার বলেছেন: অনেক ধন্যবাদ।

৪| ১৪ ই সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১০:৫৪

দিশেহারা রাজপুত্র বলেছেন: সুন্দর

১৪ ই সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১২:০৯

মোহাম্মদ বাসার বলেছেন: ধন্যবাদ।

৫| ১৪ ই সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১১:০৭

আব্দুল্লাহ্ আল মামুন বলেছেন: কবিতা পাঠে ভালোলাগা রেখে গেলাম

১৪ ই সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১২:১০

মোহাম্মদ বাসার বলেছেন: অনেক ধন্যবাদ ভাই।

৬| ১৪ ই সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১১:৪৪

সনেট কবি বলেছেন: ভাল লিখেছেন।

১৪ ই সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১২:১১

মোহাম্মদ বাসার বলেছেন: অনেক ধন্যবা।

৭| ১৪ ই সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:০৪

শুভ্র বিকেল বলেছেন: অনেক সুন্দর প্রিয়, শুভেচ্ছা জানবেন।

৮| ১৪ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ৯:০৯

রাজীব নুর বলেছেন: কবিতায় তেজ আছে।

৯| ১৫ ই সেপ্টেম্বর, ২০১৮ ভোর ৬:৩১

বলেছেন: পাঠে ভালোলাগা রেখে গেলাম। আর চায়ের দাওয়াত রইলো। সময় করে আ'স একদিন হোয়াইটচ্যপলেে

১০| ১৫ ই সেপ্টেম্বর, ২০১৮ ভোর ৬:৩১

বলেছেন: পাঠে ভালোলাগা রেখে গেলাম। আর চায়ের দাওয়াত রইলো। সময় করে আ'স একদিন হোয়াইটচ্যপলেে

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.