![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আইনজীবী ও মানবাধিকার কর্মী। ফিচার এডিটর- বাংলাপোস্ট, যুক্তরাজ্য।
লোকাচার
প্রয়োজন না হলে ওটাও পরোনা,
যেমন ছিলে তেমন থাকতে পার;
ইচ্ছে হলে অন্তর্বাস পরে নিতে পার
যদি ভাব ওটাতেই বেশ!
প্রয়োজনে মিলিত হও
গাঢ় চুম্বন, রতিকাম কিংবা মিলন
সমার্থক বা ভিন্নতা যাই থাক অর্থ কিংবা বচনে
চোখের চাহনিতে হয় যদি প্রেম
মুগ্ধতা ছুঁয়ে থাক অনিমেষ।
এই পৃথিবীতে কোন প্রয়োজন ছিলনা
সভ্যতার পোশাকি বুলির;
যদি ভালবাসা হয়,
নিগূঢ় স্পর্শে খসে যায়
শরীরের সলাজ বাঁধন
তবে তাই হোক,
হৃদয়ের দামে যদি হৃদয় বিকোয়
নিষ্ঠুর লোকাচারে না কাঁপুক প্রেমিক হৃদয়।
২৮শে সেপ্টেম্বর ২০১৮
যুক্তরাজ্য।
২| ২৮ শে সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১১:২৫
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: লাস্ট ২ লাইন খুব ভালো লেগেছে। পুরোটাই ভালো।
৩| ২৮ শে সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১:৩৯
রাজীব নুর বলেছেন: সুন্দর কবিতা।
©somewhere in net ltd.
১|
২৮ শে সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৯:৫৬
নজসু বলেছেন: