নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি আমার ছায়া। আকাশ ছোঁয়ার স্বপ্ন নিয়ে বাঁচি, হাতের মধ্যে আকাশ; তবু ছুঁতে পারিনা।

মোহাম্মদ বাসার

আইনজীবী ও মানবাধিকার কর্মী। ফিচার এডিটর- বাংলাপোস্ট, যুক্তরাজ্য।

মোহাম্মদ বাসার › বিস্তারিত পোস্টঃ

কবিতা

০১ লা নভেম্বর, ২০১৮ দুপুর ১:৪০

এখনও অনেক নীল

'আমি মরে গেলে
একটি শিশির ভেজা সাদা গোলাপ রেখে দিও
আমার কবরে,
লিখে দিও
ভালবাসাহীন একটি রঙজ্বলা হৃদয় নিয়ে
এক কবি শায়িত এখানে'।

কবি আক্কাস ইউসুফ এরকম কিছু গদগদে প্রেমময় কথা লিখে
যেদিন পোস্টবক্সে ছেড়ে দিলেন
তার দুইদিন পরেই ছিল তার প্রাক্তন প্রেমিকা
সফেদা নার্গিসের তৃতীয় বিবাহ বার্ষিকী;
সন্ধ্যের বার্ষিকী উদযাপনের আগেই পৌঁছে ছিল পত্রখানা!
প্রয়োজনীয় কোন চিঠি-পত্রই বাসার ঠিকানায় আসেনা,
এমনটা ভেবেই সফেদা নার্গিসের স্বামী জুলহাস রহমান
ঠক ঠকে ডাইনিং টেবিলের এক পায়ার নীচে টেবিলের ভারসাম্যের জন্য
দুই তিন ভাজ করে সেটেঁ দিয়েছিলেন সেই পত্রটা।
রাত বাড়ার সাথে সাথে একটু নির্জনতায়
ঘর পরিস্কার করতে করতেই সফেদা নার্গিস টেবিলের পায়ার নীচে
খুঁজে পেলেন সেই পত্রটা,
হাতের লেখা দেখেই বুঝলেন,
একটুকুও পড়তে ইচ্ছে হলনা সফেদা নার্গিসের;
অনেক আগের প্রতিদিনের অভ্যাসের মতই
দু' বুকের মাঝে ঠেলে দিয়েই উঠে এসে দাঁড়ালেন জানালার পাশে
দূরের আকাশ,
পেজা পেজা তুলোর মত কিছু ভাসমান মেঘ
তার মনে হল চিঠি, চিঠির কথাগুলো মেঘের মতই ভেসে বেড়াচ্ছে
সেখানে এখনও অনেক নীল।

১লা নভেম্বর ২০১৮
যুক্তরাজ্য।

মন্তব্য ৫ টি রেটিং +০/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ০১ লা নভেম্বর, ২০১৮ বিকাল ৩:২৫

তাজেরুল ইসলাম স্বাধীন বলেছেন: দারুণ! অনেক ভাল লেগেছে।

২| ০১ লা নভেম্বর, ২০১৮ বিকাল ৩:২৮

রাজীব নুর বলেছেন: সুন্দর কবিতা।

বাংলাদেশ।

৩| ০১ লা নভেম্বর, ২০১৮ বিকাল ৪:২২

সনেট কবি বলেছেন: সুন্দর+

৪| ০১ লা নভেম্বর, ২০১৮ বিকাল ৫:৪৭

মাহমুদুর রহমান বলেছেন: আমি মরে গেলে
একটি শিশির ভেজা সাদা গোলাপ রেখে দিও
আমার কবরে,
লিখে দিও
ভালবাসাহীন একটি রঙজ্বলা হৃদয় নিয়ে
এক কবি শায়িত এখানে।

অসাধারন।

৫| ০১ লা নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৫৯

নব ভাস্কর বলেছেন: ভাল লাগলো। ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.