![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আইনজীবী ও মানবাধিকার কর্মী। ফিচার এডিটর- বাংলাপোস্ট, যুক্তরাজ্য।
স্বাধীনতা
আমার জীবনের আর কানাকড়ি নাই দাম
রক্তের দামে কিনেছি অবাক নাম
'স্বাধীনতা, স্বাধীনতা'
বেশ্যার গালে আলতা মাখানো আহ্লাদ;
অচেনা প্রেমিক আসে আর যায়
ওষ্ঠের কাছে এঁকে রাখে ক্ষত,
আমিও তাহার দূরতম প্রেমিক
জানে শুধু রাত্রির গোপন আঁধার!
দাঁড়ানো শিশ্নের লিক্ষ্য একটাই
মোক্ষম বীর্যপাত;
এ শুধু প্রেমের মোড়কে
বিভ্রম বিজ্ঞাপন, অভিসম্পাত।
৩রা নভেম্বর ২০১৮
যুক্তরাজ্য।
©somewhere in net ltd.
১|
০৩ রা নভেম্বর, ২০১৮ রাত ৮:০০
রাজীব নুর বলেছেন: কবিতা সুন্দর হয়েছে।