নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি আমার ছায়া। আকাশ ছোঁয়ার স্বপ্ন নিয়ে বাঁচি, হাতের মধ্যে আকাশ; তবু ছুঁতে পারিনা।

মোহাম্মদ বাসার

আইনজীবী ও মানবাধিকার কর্মী। ফিচার এডিটর- বাংলাপোস্ট, যুক্তরাজ্য।

মোহাম্মদ বাসার › বিস্তারিত পোস্টঃ

কবিতা

০৭ ই নভেম্বর, ২০১৮ দুপুর ২:৫৯

খন্ড কবিতা

এক।

আমিও পারি।
দাও যদি বাড়ানো হাত
প্রাপ্তির প্রত্যাশা বাড়াতে ক্ষতি কী!
উনুনে যৌবন পুড়ে
মাঘীরাত হীম;
চলো এখানে নয়, অন্যকোথাও
সলাজ নির্বাসনে
যেখানে গিরিখাদ ছুঁয়ে আছে দীঘল রাত।

দুই।

ওখানে যেও না
ফিরোনা ঐ পাথরের ঘরে,
চল সেখানে যাই, ঐ দূরে বৃক্ষের সারি।
সহস্র রজনী ফুরিয়ে গেলে
আমাদের বয়স বাড়বে,
সভ্যতা থেকে নিয়ে আসা
আমাদের সুশোভন আব্রুগুলো খসে যাবে।
অতঃপর পশুদের মত, পাখিদের মত
আমরা হেঁটে যাব নিরাভরণ
ঠিক ঈশ্বরের মত,
কেননা ঈশ্বরের কোন আব্রু থাকেনা।

তিন।

অনুভূতি মরে গেলে আত্মাও মরে যায়;
যার জন্য প্রেম ছিল
সে তখন মৃতপ্রায়!
কেউ জানেনা বিগত রাত্রীর ক্রন্দন
কিংবা কতটুকু শিশিরে হয়
এক ফোঁটা জল।

৭ই নভেম্বর ২০১৮
যুক্তরাজ্য।

মন্তব্য ৩ টি রেটিং +০/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ০৭ ই নভেম্বর, ২০১৮ বিকাল ৩:০৬

ইমু সাহেব বলেছেন: "অনুভূতি মরে গেলে আত্মা ও মরে যাই " এটা বেশ ভালো ।।

২| ০৭ ই নভেম্বর, ২০১৮ বিকাল ৫:৩৩

রাজীব নুর বলেছেন: খুব সুন্দর।

৩| ০৭ ই নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:৫৪

আখেনাটেন বলেছেন: আমিও পারি।
দাও যদি বাড়ানো হাত
প্রাপ্তির প্রত্যাশা বাড়াতে ক্ষতি কী!
উনুনে যৌবন পুড়ে
মাঘীরাত হীম;
-- শব্দের অসাধারণ গাঁথুনী।

শুধু এজন্যই কবিকে একশ লাল পদ্মের শুভেচ্ছা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.