![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আইনজীবী ও মানবাধিকার কর্মী। ফিচার এডিটর- বাংলাপোস্ট, যুক্তরাজ্য।
হাত বাড়াও প্রিয়তমা
কত সহস্র দিন গেলো
যাই যাই করে সময় যতটা বেড়েছে
কপালের ভাঁজে আয়ুর দৈঘ্যত্ব বেড়েছে
তার চেয়েও বেশী,
অথচ তাড়াহীন, আড়ম্বরহীন দিনগুলো
এতটা স্থির মনে হয়নি কখনো;
আজ সময় যায়না, মন বসেনা
কী যে এক অসুখে পড়েছি আমি।
হিসেবগুলো ঠিক মিলছেনা ইদানিং
তুমি আমার ফোন ধরনা, কথা বলনা
সেটা না হয় মেনেই নিলাম দোষ করেছি।
স্নান শেষে চুল শুকাতে বারান্দাতে,
টিভির রিমোট হাতে নিয়ে
পছন্দসই গান হলেই গুনগুনাতে;
ওসবতো আর হচ্ছেনা যে আজকাল।
নিজের পোষা অভিমানে তুমিই নাকাল,
বলো কিংবা না বলো আমিই জানি
আমার জন্যই পুষছো ক্ষত বুকের মাঝে।
তোমার জন্যই এই ক'টা দিন অনেক সময়
তোমার জন্যই মুহুর্তগুলো এক মহাকাল।
প্রিয়তমা হাত বাড়াও
অভিমান ঝড়ে পড়ুক কার্নিশ বেয়ে
দুয়ারে অপেক্ষায় প্রেমিক সহস্রাব্দ ধরে
হাত বাড়িয়ে দাও প্রিয়তমা
হাত বাড়াও।
১০ই নভেম্বর ২০১৮
যুক্তরাজ্য।
২| ১০ ই নভেম্বর, ২০১৮ সকাল ১০:৪৫
নীলপরি বলেছেন: ভালো লাগলো ।
৩| ১০ ই নভেম্বর, ২০১৮ দুপুর ১২:৪৭
হাবিব বলেছেন: বেশ......
৪| ১০ ই নভেম্বর, ২০১৮ রাত ৯:৪৬
রাজীব নুর বলেছেন: ওরিয়ানা ফ্লাচ্চচির একটা বই আছে- ''হাত বাড়িয়ে দাও'' পড়েছেন?
না পড়লে অবশ্যই পড়বেন।
©somewhere in net ltd.
১|
১০ ই নভেম্বর, ২০১৮ সকাল ৯:৫৭
চাঙ্কু বলেছেন: হিসাব মিলে না কেন? আফসুস