![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আইনজীবী ও মানবাধিকার কর্মী। ফিচার এডিটর- বাংলাপোস্ট, যুক্তরাজ্য।
আজ কবিতার দিন, আজ কবিতার সন্ধ্যে...
বন্ধুরা তোমাদের জন্য আজ প্রেমের কবিতা, ভালবাসার কবিতা।
স্মৃতি
শূন্য বাড়ি শূন্য ঘর
ওখানে কেউ নেই,
এই যে আমি আছি আবার নেইও
আমিযে বাড়িতে থাকি, ঘরের মধ্যে থাকি
তাও নয়।
আমি ঘুমাই
পাশ বালিশও উদাসীন পড়ে থাকে পাশে,
তারও কোন স্মৃতি নেই বহুকাল।
শূন্য বাড়ি শূন্য ঘর
তুমিই শুধু শূন্যতা নও;
আমি যে আমার, এই কুয়াশার সকাল
ভোলা যেত বহুকাল!
ওটা থাকতে নেই,
ওটা স্মৃতি
তুমি যত ফুলে রঙে মেতে ওঠো তাতে
আমি ততটাই দগ্ধ উনুনে হয়ে যাই ছাই।
১৬ই নভেম্বর ২০১৮
যুক্তরাজ্য।
২| ১৬ ই নভেম্বর, ২০১৮ রাত ১১:৩৮
মাহমুদুর রহমান বলেছেন: চমৎকার !
৩| ১৬ ই নভেম্বর, ২০১৮ রাত ১১:৪৩
ল বলেছেন: Excellent
৪| ১৭ ই নভেম্বর, ২০১৮ সকাল ১০:২২
বিজন রয় বলেছেন: আপনাকে একটা অনুরোধ, শিরোণামে 'কবিতা' শব্দটি না লিখে কবিতার নামটি দিন দয়া করে। প্রায়ই আপনি এটা করছেন।
প্লিজ।
৫| ১৭ ই নভেম্বর, ২০১৮ দুপুর ১২:৫৬
রাজীব নুর বলেছেন: পড়লাম।
সুন্দর কবিতা।
©somewhere in net ltd.
১|
১৬ ই নভেম্বর, ২০১৮ রাত ১০:৩৯
সনেট কবি বলেছেন: সুন্দর