![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আইনজীবী ও মানবাধিকার কর্মী। ফিচার এডিটর- বাংলাপোস্ট, যুক্তরাজ্য।
নিরেট রাতের পদ্য
বাঁধ ভেঙেছে নদীর,
আমি কী আর এমন মানুষ
বাঁধের কথা ভাবি!
তবু বর্ষা না হোক জোস্না হলেই
এমন কেন হয়!
আমার জীবন ভাঙে,
মনের মধ্যে বসতি নেই কারও
তবু ওটাও ভাঙে!!
কেইবা বাঁধে ঘর
ঘরের কথা ভেবে ভেবেই আমি
নিজের কাছে নিজেই হলেম পর,
মনের মধ্যে ছোট্ট আঙিনায়
তোমায় দিলেম ঠাঁই,
এখন তুমিও নেই সেইখানেতে
শুধুই বালুচর!
বড় আবাক লাগে জানো
তুমিও নেই,
আমিও নেই আমার কাছে
এমন করে একটি মানুষ কেমন করে বাঁচে?
নিরেট, অচল পদ্য নিয়ে তামাম দীঘল রাত!!
তবু রাত পোহাবেই
ভোরের শিশির রঙ মাখিবে আলোর,
হয়ত কারো সিঁদুর হবে সিথীর
হয়ত কারো নোলক হবে নাকের,
শুধু আমিই র'ব আমার কাছে পর।
২৩শে নভেম্বর ২০১৮
যুক্তরাজ্য।
২| ২৪ শে নভেম্বর, ২০১৮ সকাল ৮:২৯
নজসু বলেছেন:
ভালো লাগা কবি।
৩| ২৪ শে নভেম্বর, ২০১৮ সকাল ১১:৪৯
রাজীব নুর বলেছেন: সুন্দর।
©somewhere in net ltd.
১|
২৩ শে নভেম্বর, ২০১৮ রাত ১১:৫৮
সেলিম আনোয়ার বলেছেন: আজকে কবিতা লেখার রাত। অভিমানি কবিতা ।