![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আইনজীবী ও মানবাধিকার কর্মী। ফিচার এডিটর- বাংলাপোস্ট, যুক্তরাজ্য।
তবুও আঁধার ঘুঁচে না
'আসছি...
ফিরিয়ে দিওনা!'
কত সহজেই বলে ফেলি,
অথচ এতটুকু বলতেই কত কত ভেঙে যাই আমি!
নদী তীরে পাকা ঘর-বাড়ি,
ফসলী জমি যেমন ভেঙে যায়।
দৃষ্টির সীমানায় সব কিছু ক্ষয়ে যায়
আক্ষেপ উপদ্রব হয়ে চেপে থাকে বুকে,
তুমি হেঁটে যাও হৃদপিণ্ড বরাবর
চোখে আমার অক্ষম প্রতিরোধ;
দিবসের আলো দেখবো বলে
জোনাকীর পিছনে হেঁটে যাই অবিরাম
তবুও আঁধার ঘুঁচে না
সূর্য ওঠেনা এই লোকালয়ে।
২৫শে নভেম্বর ২০১৮
যুক্তরাজ্য।
২| ২৫ শে নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:৫০
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: ভালো হয়েছে ভাই
৩| ২৫ শে নভেম্বর, ২০১৮ রাত ৮:০৩
রাজীব নুর বলেছেন: সুন্দর আবেগ তঘেকে সুন্দর কবিতা।
©somewhere in net ltd.
১|
২৫ শে নভেম্বর, ২০১৮ বিকাল ৫:৩৫
সাত সাগরের মাঝি ২ বলেছেন: ভালো লিখেছেন..........