![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আইনজীবী ও মানবাধিকার কর্মী। ফিচার এডিটর- বাংলাপোস্ট, যুক্তরাজ্য।
অক্ষম অবলুপ্তির পথ
পানশালায় এলে আমিও মানুষ
সে কথা মনে পড়ে,
দূরের মঞ্চে বাঈজীর নাচ,
ঢুলুঢুলু কন্ঠে ভাড়াটে গায়ক
একটানা গেয়ে যায়
বব ডিলোন, এলভিস, কখনোবা রড স্টুয়ার্ট।
আমাকে ডেকে নিতে চায় স্বল্প বসনা নারী
দূরের পর্দা টানা নিভৃতির দেয়ালের ঘরে।
সম্ভবত এ আমাদের মোক্ষম বিশ্বাস,
ধোঁয়াশা অন্ধকারে
কিন্নরী কন্ঠের রমণীরা যে ঘরে থাকে
সেখানে মানুষ গেলেই পুরুষ হয়ে ওঠে,
কখনোবা সরীসৃপের মত ঘিনঘিনে
অথচ দানবের মত শক্তিমান।
যে যায় সেই জানে
অক্ষম অবলুপ্তির পথ
কতটুকু কেড়ে নেয় তার শরীর, মন-মনন
অথবা পুরোটুকুই তারে।
২৮শে নভেম্বর ২০১৮
যুক্তরাজ্য।
২| ২৯ শে নভেম্বর, ২০১৮ বিকাল ৫:১৮
রাজীব নুর বলেছেন: খুব সুন্দর।
©somewhere in net ltd.
১|
২৯ শে নভেম্বর, ২০১৮ বিকাল ৩:৫৭
সাইন বোর্ড বলেছেন: অসাধারন লাগল ।