![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আইনজীবী ও মানবাধিকার কর্মী। ফিচার এডিটর- বাংলাপোস্ট, যুক্তরাজ্য।
প্রেমের কবিতা, ভালবাসার কবিতাঃ
মানুষের প্রেমে
কতদিন দেখিনা কারো মুখ,
উষ্ণ হাত ছুঁয়ে যায়না অনভ্যস্ত ব্যস্ততায়
একটি কফির কাপে দুটি হাতের অনিচ্ছার শিহরণ।
কতদিন মায়া ভরা চোখে তাকাইনা কারো দিকে,
অন্ধকার দেখে ভুলে গেছি প্রভাতের আলো;
রাত হলে চাঁদ ওঠে তাও ভুলে যাই কখনোসখনো!
নারীর উষ্ণতাবিহীন অসংখ্য রাতে
ভুলে যাই পৃথিবীতে প্রেম,
মনে হয় মানুষ কখনো ভাবেনা নিজেকে
মানুষের প্রেমে বেঁচে থাকা যায়।
৩রা ডিসেম্বর ২০১৮
যুক্তরাজ্য।
©somewhere in net ltd.
১|
০৩ রা ডিসেম্বর, ২০১৮ বিকাল ৪:০৭
রাজীব নুর বলেছেন: ভালো কবিতা।