![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আইনজীবী ও মানবাধিকার কর্মী। ফিচার এডিটর- বাংলাপোস্ট, যুক্তরাজ্য।
খন্ড কবিতাঃ
এক।
ফুল ঝরে গেলে
বৃক্ষের কোন কান্না নেই,
পাতা ঝরে গেলেও তাই!
মানুষের ত্বক থেকে খসে যায় জৌলুশ
মাথা থেকে চুল;
প্রতিটি মুহুর্ত ঝরে যায় বলে
মানুষের কান্নার শেষ নেই।
দুই।
'প্রিয়তমা' শব্দটিই অনন্ত ক্রন্দন
হারালেই চোখে চোখে হেঁটে যায় প্রেম,
বহতা সময়;
অথচ তার মুখ কখনোই দৃশ্যমান নয়।!
প্রিয় মানুষ কাছে থেকে যতটা প্রিয় রয়
দূরে গেলে হয় তারচেয়েও বেশী,
ওটা শুধু কথার কথাই
'আড়ালে গেলে
আড়াল হয় সর্বস্বই।'
১৭ই ডিসেম্বর ২০১৮
যুক্তরাজ্য।
২| ১৭ ই ডিসেম্বর, ২০১৮ বিকাল ৩:৪২
রাজীব নুর বলেছেন: সুন্দর কবিতা।
©somewhere in net ltd.
১|
১৭ ই ডিসেম্বর, ২০১৮ দুপুর ২:৪৪
কাজী ফাতেমা ছবি বলেছেন: সুন্দর কবিতা